মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অদম্য জামালের ভারত জয়

ঈদুল ফিতরের দিন ভারতের আহমেদাবাদে পিজিটিআই ট্যুরের শিরোপা জিতেছেন বাংলাদেশের তারকা গলফার জামাল হোসেন মোল্লাহ। গতকাল তিনি দেশে ফিরেছেন। বাংলাদেশ গলফ ফেডারেশনের পক্ষ থেকে জামালকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে হোম অব গলফ কুর্মিটোলায় ভারতজয়ী গলফারকে ফুল দিয়ে বরণ করে নেন ফেডারেশনের কর্মকর্তারা।

মেজবাহ্-উল-হক

অদম্য জামালের ভারত জয়

পরিশ্রম, অধ্যবসায়, সাহস ও আত্মবিশ্বাস থাকলে যে অসাধ্যকেও সাধন করা যায় তারই একটা নজির স্থাপন করলেন গলফার জামাল হোসেন মোল্লাহ। আহমেদাবাদের গ্রেড ওয়ান গলফ ক্লাবে ভারতের বাঘা বাঘা গলফারদের বোকা বানিয়ে পিজিটিআই (প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া) টুর্নামেন্টে আরও একটি শিরোপা জিতলেন।

‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি এর আগেও তিনবার পিজিটিআই জিতেছি, কিন্তু এবারের আনন্দই আলাদা। এমন সব তারকাসমৃদ্ধ টুর্নামেন্টে জিতে সবার সামনে ভারতের মাটিতে আমি বাংলাদেশের পতাকা উড়িয়েছি। অবিশ্বাস্য লাগছে। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে।’ গতকাল কুর্মিটোলা গলফ কোর্সে বাংলাদেশ প্রতিদিনকে বলেন জামাল। শিরোপা জিতেছেন ঈদুল ফিতরের দিন। গতকালই ভারত থেকে দেশে ফিরেছেন।

অনেক দিন থেকে বাংলাদেশের পেশাদার গলফে বড় কোনো শিরোপা ছিল না। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান এশিয়ান ট্যুরের ট্রফি জিতেছেন ২০১৩ সালে। জামালের হাত ধরেই ২০১৮ সালে এই পিজিটিআইয়ের শিরোপা এসেছিল। এবার সেই জামালই আবার শিরোপা খরা ঘুচালেন।  

২০১০ সালে সিদ্দিকুর রহমান এশিয়ান ট্যুরের (ব্রুনাই ওপেন) শিরোপা জয়ের পর এ দেশের গলফে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু জামাল হোসেন ঠিক তার আগের বছরই জিতেছিলেন পিজিটিআইয়ের শিরোপা। সেই গল্পটা যেন রূপকথার কাহিনিকেও হার মানায়। পেশাদার গলফে তখনো পা পড়েনি। জামাল হোসেন ছিলেন অ্যামেচার গলফার। বড় টুর্নামেন্টগুলোয় ছোটদের অভিজ্ঞ করতে সুযোগ দেওয়া হয়। তবে অ্যামেচার গলফারের জন্য কোনো প্রাইজমানি থাকে না বলে কেবলমাত্র স্বাগতিক দেশের অ্যামেচাররাই অংশ নেন। সেই সুযোগটাই নিয়েছিলেন জামাল। ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বড়দের ওই আসরে ছোট্ট জামাল সবাইকে অবাক করে দিয়ে চ্যাম্পিয়ন হন। তারপর পেশাদার হিসেবে পিজিটিআইয়ের শিরোপা জেতেন ২০১২ সালে। ২০১৮ সালে আরও একবার চ্যাম্পিয়ন। অবশেষে এবার এলো চতুর্থ শিরোপা।

অ্যামেচার হিসেবে পেশাদার গলফারদের টপকিয়ে প্রথম পিজিটিআই শিরোপা জয়ের সেই স্মৃতি রোমন্থনও করলেন গতকাল, ‘জানেন, ২০০৯ সালে আমি বুঝতেই পারিনি কত্তো বড় একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এখন বুঝি সেটা ছিল অবিশ্বাস্য এক ঘটনা। কারণ, পেশাদার গলফারদের ছাপিয়ে একজন অ্যামেচার গলফারের চ্যাম্পিয়ন হওয়াটা সোজা কথা নয়। যদিও তখন কোনো প্রাইজমানি পাইনি। কারণ, অ্যামেচারদের কোনো প্রাইজমানি থাকে না। তবে চ্যাম্পিয়ন হওয়ার কারণে তিন বছর পিজিটিআইয়ে সরাসরি খেলার সুযোগ পাই। সেটাই ছিল আমার জন্য অনেক বড় পাওয়া।’

বিদেশের মাটিতে গলফে বাংলাদেশের বড় বিজ্ঞাপন সিদ্দিকুর রহমান এবং জামাল হোসেন মোল্লাহ। দুই তারকাই কিছু দিন থেকে শিরোপার খুব কাছে গিয়েও পাচ্ছিলেন না। সিদ্দিকুর পর পর দুই এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে লিডিংয়ে থেকেও শিরোপা জিততে পারেননি। তাই জামাল যেন প্রতিজ্ঞা করে ভারতে গিয়েছিলেন- যে কোনো মূল্যে শিরোপা জিততেই হবে! তারকা এই গলফার বলেন, ‘আমার ব্যাক টু ব্যাক ৫টা টুর্নামেন্ট ছিল। আমার ইচ্ছা ছিল যদি ঈদের আগে কোনো টুর্নামেন্ট জিতে যাই তাহলে দেশে চলে আসব। আর যদি জিততে না পারি তাহলে ঈদের মধ্যে শেষ টুর্নামেন্ট খেলেই ফিরব। তাই ঈদের মধ্যেও আমি খেলেছি। কী ভাগ্য আমার, ঈদের দিনই চ্যাম্পিয়ন হই।’

গতকাল সকালে বাংলাদেশে পা রাখার সঙ্গে সঙ্গেই ফুলেল অভ্যর্থনা পান জামাল। বাংলাদেশ গলফ ফেডারেশন তাকে বিমানবন্দর থেকে বরণ করে নিয়ে আসে। ‘হোম গলফ’ কুর্মিটোলায় অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়। এমন ব্যবস্থা দেখে মুগ্ধ, অভিভূত জামাল। তিনি মনে করেন তাকে দেখে এখন তরুণ গলফাররা আরও ভালো খেলতে উৎসাহিত হবে। জামাল বলেন, ‘এখন আমাদের জুনিয়র যারা আছে তারা অনুপ্রাণিত হবে। আমি যেমন অনুসরণ করতাম সিদ্দিক ভাইকে (সিদ্দিকুর রহমান)। উনিই গলফে আমার আইডল। সিদ্দিক ভাই ভালো খেললে আমিও ভালো খেলার অনুপ্রেরণা পাই। এখন আমাকে দেখে জুনিয়ররা আরও ভালো খেলবে।’

এক সময় জামাল ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবে ‘বলবয়’। সেখান থেকে নিজের একাগ্র চেষ্টায় হয়ে যান গলফার। প্রথমে অ্যামেচার, তারপর পেশাদার। সেই জামালকে নিয়ে এখন মাতিমাতি হচ্ছে দেশের বাইরেও। এমন কথা ভাবতেই যেন রোমাঞ্চিত হয়ে পড়ছেন। তবে জামাল পিজিটিআই শিরোপা জিতে আত্মতুষ্টিতে ভুগতে চান না। তার লক্ষ্য অনেক দূর! তিনি বলেন, ‘আমার টার্গেট এখন এশিয়ান ট্যুর। কয়েকবার খুবই কাছে গিয়েছিলাম, কিন্তু জিততে পারিনি। তবে এখন আমার আত্মবিশ্বাস অনেক বেশি। আমি যেভাবে খেলতে চাচ্ছি সেভাবেই হচ্ছে। মনে হচ্ছে আমি জিতব। আশা করছি খুব দ্রুতই এশিয়ান ট্যুর জিতব।’

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর