মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অ্যাটলেটিকোকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সা

ক্রীড়া ডেস্ক

অ্যাটলেটিকোকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সা

স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। গত রবিবার ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ফেরান টোরেস। এ জয়ে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কাতালানরা। রিয়াল মাদ্রিদ শনিবার সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে। তারা ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে। লিগে ম্যাচ বাকি আছে আটটি করে। বার্সেলোনা আর পাঁচ ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে। এর মধ্যে রিয়াল কোনো ম্যাচে পয়েন্ট হারালে বার্সেলোনার জয়ের সংখ্যা আরও কম হলেও চলবে। লা লিগায় বার্সেলোনা শেষবার চ্যাম্পিয়ন হয়েছে ২০১৮-১৯ মৌসুমে। এরপর গত তিন মৌসুমে রিয়াল মাদ্রিদ দুবার ও অ্যাটলেটিকো মাদ্রিদ একবার চ্যাম্পিয়ন হয় লা লিগায়। তিন বছর পর লা লিগা জয়ের উৎসবে মেতে উঠতে পারে বার্সেলোনা। কাতালান ক্লাবটির সামনে বড় কোনো বাধা নেই। সামনে কঠিন প্রতিপক্ষ বলতে রিয়াল সুসিদাদ। ২১ মে এ দলের মুখোমুখি হবে কাতালানরা। ততদিনে লিগ শিরোপা নিশ্চিত করে নিতে পারে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

 

সর্বশেষ খবর