মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

গলেতে আইরিশ দাপট

গতকাল শুরু হয়েছে গলে সিরিজের দ্বিতীয় টেস্টটি। স্বাগতিক স্পিনারদের শাসন করে টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে। তবে দুর্ভাগ্য অ্যান্ড্রু বালবার্নির। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হন বালবার্নি। আউট হন ৯৫ রানে। সেঞ্চুরি না পেলেও টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে আয়ারল্যান্ড। বালবার্নির নার্ভাস নাইনটিজে প্রথম দিন পার করে আয়ারল্যান্ড ৪ উইকেটে ৩১৯ রান তোলে। নিজেদের ৬ টেস্টে আয়ারল্যান্ড দ্বিতীয়বারের মতো ৩ শতাধিক রান করে।   

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর