ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই কি আজই শেষ হচ্ছে! চলতি মৌসুমে লিগ শিরোপার লড়াইটা চলছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যেই। কিছুদিন এককভাবে শীর্ষে ছিল আর্সেনাল। তবে কয়েক সপ্তাহে গানারদের পয়েন্ট হারানোর সুযোগ নিয়ে লড়াইয়ে বেশ এগিয়ে এসেছে ম্যানসিটি। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানসিটি।