শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাসে ভারত যাত্রা হকি দলের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের হকি দল কবে বাসযোগে বিদেশে গেছে তা বলা মুশকিল। এবার সড়ক পথেই বিদেশযাত্রা করল অনূর্ধ্ব-২১ দল। গতকাল রাতে বাসযোগে ভারত রওনা হয়েছে যুবারা। বেনাপোল হয়ে কলকাতা যাবে তারা। সেখান থেকে আবার ট্রেনে দিল্লি হয়ে হরিয়ানার নাওরওয়ানাতে যাবে। সেখানে ছয়টি প্রীতি ম্যাচ খেলে পাঞ্জাবের জলন্ধারে যাবে। চারটি ম্যাচে অংশ নিয়ে দিল্লি ফিরে বাংলাদেশ দল এশিয়ান অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট খেলতে বিমানযোগে ওমানে রওনা দেবে। এতটা পথ কেন সড়ক ও রেলে পাঠানো হচ্ছে,  এ ব্যাপারে গতকাল পুনরায় সাধারণ সম্পাদকের চেয়ারে বসা মুমিনুল হক সাঈদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আর্থিক সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এর আগে শোনা গিয়েছিল পুরো সফরেই খরচ বহন করবেন সাঈদ। তাহলে তো এমনটি হওয়ার কথা নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের নির্বাহী কমিটির এক সদস্য জানান, জেনারেল সেক্রেটারি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। তাই ভারত ও ওমানের পুরো খরচ ফেডারেশনকে বহন করতে হচ্ছে। সাঈদ আবার ভিন্ন কথা বলেছেন, স্পন্সর নেই, বাজেটও নেই। আমরা একত্রিত হয়ে ছেলেদের পাশে থাকছি।

সর্বশেষ খবর