ভারতের আহমেদাবাদে পিজিটিআই ট্যুরের শিরোপা জয় করায় তারকা গলফার জামাল হোসেন মোল্লাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গলফ ফেডারেশন। ঈদুল ফিতরের দিন ভারতের মাটিতে ভারতের তারকা গলফারদের চমকে দিয়ে ট্রফি জেতেন এই তারকা গলফার। পিজিটিআইয়ে এটি তার চতুর্থ শিরোপা। এর আগে ২০০৯ সালে প্রথম শিরোপা জিতেছিলেন। দ্বিতীয় শিরোপা জেতেন ২০১২ সালে। তৃতীয় শিরোপা ২০১৮ সালে।