রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক

ওমেন্স চ্যাম্পিয়নশিপের তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এখন কলম্বোয়। সফরে টি-২০ ম্যাচও খেলবে তিনটি। গতকাল ছিল প্রথম ওয়ানডে। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে দুই দল ১ পয়েন্ট করে পেয়েছে। চ্যাম্পিয়নশিপের দুটি সিরিজে টানা তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে মহিলা ক্রিকেট দলের। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। ফলে বাংলাদেশ মহিলা দলের পয়েন্ট ৪ ম্যাচে ৩। গতকাল কলম্বোর পি সারা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ৩৬.৪ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ১৫২ রান তোলার পর বৃষ্টিতে আর খেলা হয়নি। মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকরা শুরু থেকে চাপে পড়ে। বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে চাপে রেখে ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু বৃষ্টির সঙ্গে পেড়ে ওঠেনি। তারপরও স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক চামেরি আত্তাপাতু। ৩৭ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ২ ছক্কা। এ ছাড়া কাভিশা দিলহারি ৪৯ বলে অপরাজিত ৩০, প্রাসাদানি ৪৮ বলে ২৪ রান করেন।

 

সর্বশেষ খবর