আগের সূচিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা মহিলা দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ভেস্তে গেছে বৃষ্টিতে। তৃতীয়টিতে ওশাদা রানাসিংহের স্পিনে ৫৮ রানে জিতে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম দুটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় নতুন একটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশও রাজি হয়েছিল। কিন্তু আইসিসি ওমেন্স চ্যাম্পিয়ন্সশিপের সূচির বাইরে নতুন কোনো ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত দেয়নি ক্রিকেট শাসক সংস্থা। সে জন্য নতুন করে দুই দেশ বাড়তি কোনো ওয়ানডে খেলতে পারল না। পুরনো সূচি অনুযায়ীই দুই দেশের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। প্রথম ওয়ানডে ৩৬.৪ ওভার ব্যাটিং করে শ্রীলঙ্কা। এরপর ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেতে একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় ও শেষ ওয়ানডে খেলা হয়েছে মাত্র ৩০ ওভার। তাতে নিগার সুলতানা, জাহানারা আলমরা হেরে যান ৫৮ রানে। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়ন্সশিপে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি সিরিজ খেলে দুটি ম্যাচ হেরেছে। চারটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। বাংলাদেশ মহিলা দলের পয়েন্ট এখন ৬ ম্যাচে ৪। অবশ্য শ্রীলঙ্কা সফরে আরও তিনটি টি-২০ ম্যাচ খেলবে মহিলা দল। ৯, ১১ ও ১২ মে সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে খেলা হবে টি-২০ সিরিজ। টি-২০ সিরিজে নামার আগে আগামীকাল পি সারা স্টেডিয়ামে একটি টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।