সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

কিংস অ্যারিনায় সাফের প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক

সামনের মাসেই সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার শীর্ষ এ ফুটবল টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন হাভিয়ের কাবরেরা। বরাবরই তিনি বলছেন, সাফ জিততে চান এবার। ২১ জুন থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে ১৫ জুন ফিফা উইন্ডোতে কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। সাফের জন্য ৪ জুন থেকে বসুন্ধরা কিংস অ্যারিনায় প্রস্তুতি শুরু হবে বাংলাদেশের। কাজী নাবিল আহমেদ এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। ক্যাম্প চলাকালীন কিংস অ্যারিনার কাছাকাছি কোনো হোটেলে থাকবে জাতীয় দল। ১২ জুন কম্বোডিয়ার উদ্দেশে যাত্রা করবেন জামালরা। সেখান থেকেই ১৬ জুন ভারতের বেঙ্গালুরু চলে যাবেন তারা। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে সাতটি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও এ টুর্নামেন্টে খেলবে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান ও কুয়েত। আরও একটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সাফ কর্তৃপক্ষ। সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত (১০১)।

সর্বশেষ খবর