দেশের দুই জনপ্রিয় দল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়াচক্র আজ ফুটবল লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। চলতি মৌসুমে দুই দল স্বাধীনতা কাপ ফাইনাল খেলেছে। পেশাদার লিগে প্রথম পর্বেও লড়েছে। দুটিই ছিল গুরুত্বপূর্ণ। তবে আজ বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে লড়াইয়ের তেমন গুরুত্ব নেই বললেই চলে। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে তৃতীয় স্থান পেতে লড়বে। যারা শিরোপার ম্যাচ খেলে অভ্যস্ত তাদের কাছে কি এ খেলা মানায়। ফেডারেশন কাপের ইতিহাসে এবার প্রথম তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হচ্ছে। কেন যে বাফুফে এ উদ্যোগ নিল তা তারাই জানে। ফিফা যেখানে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ রাখবে কি না তা নিয়ে চিন্তাভাবনা করছে, সেখানে বাফুফের এমন সিদ্ধান্তে অনেকে হতবাক। আগামী শুক্রবার কিংস অ্যারিনায় পেশাদার লিগের দ্বিতীয় লেগে দুই দল লড়বে। ওই ম্যাচ জিতলেই টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়ে নতুন আরেক ইতিহাস লিখবে কিংস। তাই আজকের ম্যাচটি বসুন্ধরার কাছে শিরোপার ড্রেস রিহার্সেল বলা যায়। তবে বসুন্ধরা কিংস এ ম্যাচে তাদের সেরা খেলোয়াড়দের নামাবে কি না তা দেখার বিষয়। শুক্রবারের ম্যাচের জন্য ঝুঁকি নাও নিতে পারে।