শিরোনাম
শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা
ডি মারিয়া

জুভ সমর্থকদের বললেন, সুসময়ের বন্ধু!

জুভ সমর্থকদের বললেন, সুসময়ের বন্ধু!

পয়েন্ট তালিকায় জুভেন্টাস এখন সাত নম্বরে। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় তাদের ১০ পয়েন্ট কেটে নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের আপিল বিভাগ। এমন খারাপ সময়ে দলটির তারকা খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়াকে ‘ভাড়াটে’ খেলোয়াড় বলেছেন উগ্র সমর্থকরা। তারা ইনস্টাগ্রামের পোস্টে সমর্থকদের এমন মন্তব্যের পর ডি মারিয়া কড়া ভাষায় উত্তর দিয়েছেন। তিনি উগ্র সমর্থকদের ‘সুসময়ের বন্ধু’ বলেছেন।

সর্বশেষ খবর