শিরোনাম
শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা
নারী ফুটবলে অশনিসংকেত

অভিমানে সাফজয়ী স্বপ্নার অবসর

ক্রীড়া প্রতিবেদক

অভিমানে সাফজয়ী স্বপ্নার অবসর

সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন। এরপর সাত মাস গড়িয়েছে। মাঠে নেই ফুটবল। বাফুফের টানাপোড়েনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে মহিলা ফুটবলে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর কথা ছিল চলতি মাসের ১৫ তারিখ। কিন্তু মাঠে গড়ায়নি। হতাশা পেয়ে বসে ক্যাম্পে থাকা ফুটবলারদের। সে হতাশায় সাফ চ্যাম্পিয়ন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না হঠাৎ ফুটবলকে বিদায় জানান। ২২ বছর বয়সে ফুটবলে অবসর নেওয়ায় চমকে গেছে দেশের ফুটবল অঙ্গন। সাফ চ্যাম্পিয়নশিপে চার গোল করা স্বপ্না অবশ্য ফেসবুকে নিজের ওয়ালে অবসর নেওয়ার ঘোষণা দেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন...।’

স্বপ্না অবসর নেওয়ায় নানা প্রশ্নের জন্ম নিয়েছে। প্রশ্ন উঠেছে দলে কোনো কোন্দল রয়েছে কি না? কিংবা বিয়ে হয়ে যাবে কি না? মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, ‘হতাশায় অবসর নিয়েছেন স্বপ্না, আমি তাকে অবসর নিতে নিষেধ করেছিলাম। ক্যাম্প ছাড়তেও নিষেধ করেছিলাম। কিন্তু শোনেনি। তার কথা, খেলা নেই, কী হবে থেকে?’ নেপালের কাঠমান্ডুতে গত সাফে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে এক গোল করেছিলেন স্বপ্না। বাংলাদেশ ম্যাচ জিতেছিল ৬-০ গোলে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে জোড়া গোল করেন। প্রতিবেশী ভারতের জাতীয় দলের বিপক্ষে এ প্রথম জয় পায়। সেমিফাইনালে ভুটানের বিপক্ষেও একটি গোল করেন। নেপালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ফাইনালে পুরোটা খেলতে পারেননি। ঘরোয়া লিগে স্বপ্না খেলেন বসুন্ধরা কিংসে।

সর্বশেষ খবর