চোখের রেটিনার সমস্যা নিয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান। এ সমস্যা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছিলেন। দিল্লিতে এ দ্বীপরাষ্ট্রের বিপক্ষে ওই ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছিলেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ম্যাচ খেলেননি। ফিরে আসেন দেশে এবং শুরু করেন রিহ্যাব। দেশে ফিরলেও চোখের সমস্যার দূর হয়নি তার। এ সমস্যা নিয়েই রংপুর রাইডার্সের পক্ষে বিপিএলে দলের প্রথম ম্যাচ খেলেন। উইকেট হাতে বল নিলেও ব্যাটিংয়ে ছিলেন পুরোপুরি ব্যর্থ। প্রথম ম্যাচ খেলার পর ২১ জানুয়ারি সিঙ্গাপুর যান। এর আগে লন্ডন যান চোখের চিকিৎসা করাতে। গতকাল রাতে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন। আগামীকাল শুরু বিপিএলের সিলেট পর্বে খেলতে পারবেন কি না সংশয় রয়েছে। তবে রংপুর কর্মকর্তারা আশা করছেন সিলেটে খেলতে দেখা যাবে সাকিবকে। আশার কথা হচ্ছে, বিশ্বসেরা অলরাউন্ডারের চোখে কোনো চিকিৎসা করতে হবে না। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন, ‘রাতে ঢাকায় ফিরবেন সাকিব। এরপর তিনি দলের সঙ্গে যোগ দেবেন সিলেটে। আশার কথা হচ্ছে, এ মুহূর্তে সাকিবের চোখের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে সাকিব আপাতত তার চোখের সুস্থতার জন্য অপরাপর কাজগুলো করবেন।’ সাকিব বিপিএল খেলতে যাওয়ার আগে লন্ডন গিয়েছিলেন। সেখানে তার চিকিৎসার কথা জানানো হয়। কিন্তু সেখানে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ না থাকায় তাকে জানানো হয় সিঙ্গাপুর বা ব্যাংককে চিকিৎসার জন্য উপদেশ দেওয়া হয়। এরপর তিনি বিপিএলের প্রথম ম্যাচ খেলেছেন। সাকিবের দেশে ফেরা নিয়ে দলের কোচ সোহেল ইসলাম বলেন, ‘আমি জানি না কখন ফিরবে সে। দলের সঙ্গে যোগ দেওয়ার পরই নিশ্চিত করে বলা যাবে।’
শিরোনাম
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
অস্ত্রোপচার লাগছে না সাকিবের চোখে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর