চোখের রেটিনার সমস্যা নিয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান। এ সমস্যা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছিলেন। দিল্লিতে এ দ্বীপরাষ্ট্রের বিপক্ষে ওই ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছিলেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ম্যাচ খেলেননি। ফিরে আসেন দেশে এবং শুরু করেন রিহ্যাব। দেশে ফিরলেও চোখের সমস্যার দূর হয়নি তার। এ সমস্যা নিয়েই রংপুর রাইডার্সের পক্ষে বিপিএলে দলের প্রথম ম্যাচ খেলেন। উইকেট হাতে বল নিলেও ব্যাটিংয়ে ছিলেন পুরোপুরি ব্যর্থ। প্রথম ম্যাচ খেলার পর ২১ জানুয়ারি সিঙ্গাপুর যান। এর আগে লন্ডন যান চোখের চিকিৎসা করাতে। গতকাল রাতে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন। আগামীকাল শুরু বিপিএলের সিলেট পর্বে খেলতে পারবেন কি না সংশয় রয়েছে। তবে রংপুর কর্মকর্তারা আশা করছেন সিলেটে খেলতে দেখা যাবে সাকিবকে। আশার কথা হচ্ছে, বিশ্বসেরা অলরাউন্ডারের চোখে কোনো চিকিৎসা করতে হবে না। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন, ‘রাতে ঢাকায় ফিরবেন সাকিব। এরপর তিনি দলের সঙ্গে যোগ দেবেন সিলেটে। আশার কথা হচ্ছে, এ মুহূর্তে সাকিবের চোখের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে সাকিব আপাতত তার চোখের সুস্থতার জন্য অপরাপর কাজগুলো করবেন।’ সাকিব বিপিএল খেলতে যাওয়ার আগে লন্ডন গিয়েছিলেন। সেখানে তার চিকিৎসার কথা জানানো হয়। কিন্তু সেখানে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ না থাকায় তাকে জানানো হয় সিঙ্গাপুর বা ব্যাংককে চিকিৎসার জন্য উপদেশ দেওয়া হয়। এরপর তিনি বিপিএলের প্রথম ম্যাচ খেলেছেন। সাকিবের দেশে ফেরা নিয়ে দলের কোচ সোহেল ইসলাম বলেন, ‘আমি জানি না কখন ফিরবে সে। দলের সঙ্গে যোগ দেওয়ার পরই নিশ্চিত করে বলা যাবে।’
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী