চোখের রেটিনার সমস্যা নিয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান। এ সমস্যা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছিলেন। দিল্লিতে এ দ্বীপরাষ্ট্রের বিপক্ষে ওই ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছিলেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ম্যাচ খেলেননি। ফিরে আসেন দেশে এবং শুরু করেন রিহ্যাব। দেশে ফিরলেও চোখের সমস্যার দূর হয়নি তার। এ সমস্যা নিয়েই রংপুর রাইডার্সের পক্ষে বিপিএলে দলের প্রথম ম্যাচ খেলেন। উইকেট হাতে বল নিলেও ব্যাটিংয়ে ছিলেন পুরোপুরি ব্যর্থ। প্রথম ম্যাচ খেলার পর ২১ জানুয়ারি সিঙ্গাপুর যান। এর আগে লন্ডন যান চোখের চিকিৎসা করাতে। গতকাল রাতে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন। আগামীকাল শুরু বিপিএলের সিলেট পর্বে খেলতে পারবেন কি না সংশয় রয়েছে। তবে রংপুর কর্মকর্তারা আশা করছেন সিলেটে খেলতে দেখা যাবে সাকিবকে। আশার কথা হচ্ছে, বিশ্বসেরা অলরাউন্ডারের চোখে কোনো চিকিৎসা করতে হবে না। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন, ‘রাতে ঢাকায় ফিরবেন সাকিব। এরপর তিনি দলের সঙ্গে যোগ দেবেন সিলেটে। আশার কথা হচ্ছে, এ মুহূর্তে সাকিবের চোখের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে সাকিব আপাতত তার চোখের সুস্থতার জন্য অপরাপর কাজগুলো করবেন।’ সাকিব বিপিএল খেলতে যাওয়ার আগে লন্ডন গিয়েছিলেন। সেখানে তার চিকিৎসার কথা জানানো হয়। কিন্তু সেখানে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ না থাকায় তাকে জানানো হয় সিঙ্গাপুর বা ব্যাংককে চিকিৎসার জন্য উপদেশ দেওয়া হয়। এরপর তিনি বিপিএলের প্রথম ম্যাচ খেলেছেন। সাকিবের দেশে ফেরা নিয়ে দলের কোচ সোহেল ইসলাম বলেন, ‘আমি জানি না কখন ফিরবে সে। দলের সঙ্গে যোগ দেওয়ার পরই নিশ্চিত করে বলা যাবে।’
শিরোনাম
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
অস্ত্রোপচার লাগছে না সাকিবের চোখে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর