চোখের রেটিনার সমস্যা নিয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান। এ সমস্যা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছিলেন। দিল্লিতে এ দ্বীপরাষ্ট্রের বিপক্ষে ওই ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছিলেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ম্যাচ খেলেননি। ফিরে আসেন দেশে এবং শুরু করেন রিহ্যাব। দেশে ফিরলেও চোখের সমস্যার দূর হয়নি তার। এ সমস্যা নিয়েই রংপুর রাইডার্সের পক্ষে বিপিএলে দলের প্রথম ম্যাচ খেলেন। উইকেট হাতে বল নিলেও ব্যাটিংয়ে ছিলেন পুরোপুরি ব্যর্থ। প্রথম ম্যাচ খেলার পর ২১ জানুয়ারি সিঙ্গাপুর যান। এর আগে লন্ডন যান চোখের চিকিৎসা করাতে। গতকাল রাতে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন। আগামীকাল শুরু বিপিএলের সিলেট পর্বে খেলতে পারবেন কি না সংশয় রয়েছে। তবে রংপুর কর্মকর্তারা আশা করছেন সিলেটে খেলতে দেখা যাবে সাকিবকে। আশার কথা হচ্ছে, বিশ্বসেরা অলরাউন্ডারের চোখে কোনো চিকিৎসা করতে হবে না। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন, ‘রাতে ঢাকায় ফিরবেন সাকিব। এরপর তিনি দলের সঙ্গে যোগ দেবেন সিলেটে। আশার কথা হচ্ছে, এ মুহূর্তে সাকিবের চোখের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে সাকিব আপাতত তার চোখের সুস্থতার জন্য অপরাপর কাজগুলো করবেন।’ সাকিব বিপিএল খেলতে যাওয়ার আগে লন্ডন গিয়েছিলেন। সেখানে তার চিকিৎসার কথা জানানো হয়। কিন্তু সেখানে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ না থাকায় তাকে জানানো হয় সিঙ্গাপুর বা ব্যাংককে চিকিৎসার জন্য উপদেশ দেওয়া হয়। এরপর তিনি বিপিএলের প্রথম ম্যাচ খেলেছেন। সাকিবের দেশে ফেরা নিয়ে দলের কোচ সোহেল ইসলাম বলেন, ‘আমি জানি না কখন ফিরবে সে। দলের সঙ্গে যোগ দেওয়ার পরই নিশ্চিত করে বলা যাবে।’
শিরোনাম
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক