এগিয়ে থেকেও খেলতে অস্বীকৃতি, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এমন নজির নেই। ১৯ এপ্রিল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সে কাজটি করেছে মোহামেডান। আবাহনীর বিপক্ষে ৪৩ মিনিট পর্যন্ত সাদাকালো শিবির এগিয়ে ছিল ৩-২ গোলে। এরপর হঠাৎই দুই দলের খেলোয়াড়রা হাতাহাতি, মারামারিতে লিপ্ত হন। ওমানের রেফারি ভিডিও রেফারেল দেখে আবাহনীর একজন ও মোহামেডানের দুজনকে লাল কার্ড এবং দুই দলের দুজনকে হলুদ কার্ড দেখান। দুজনকে লাল কার্ড দেখানোয় খেলতে অস্বীকার করে মোহামেডান। বাইলজ দেখে আবাহনীকে ৫-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। ৩৫ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মোহামেডানকে। ৩৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাগে শীর্ষে আবাহনী ও মেরিনার্স। হকি লিগের বাইলজ অনুযায়ী শিরোপা নির্ধারণে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে ‘প্লে অফ’ খেলতে হবে। এজন্য শুক্রবার রাতে দুই দলকে আজ রবিবার প্লে অফ খেলার জন্য চিঠি দেওয়া হয়। শুরুতে দুই দল রাজিও ছিল। কিন্তু গতকাল হকি ফেডারেশনকে আবাহনী ও মেরিনার্স চিঠি দিয়ে জানিয়েছে, এখন তারা প্লে অফ খেলতে পারবে না। আবাহনীর চারজন ও মেরিনার্সের দুজন খেলোয়াড় বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে ভারতের চ-ীগড়ে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে গেছেন। প্লে অফ কবে হবে, সে বিষয়ে গতকাল হকি ফেডারেশন জানিয়েছে আপাতত স্থগিত করা হয়েছে। ফেডারেশন জানায়, এক-দুই দিনের মধ্যে কার্যকরী কমিটি বৈঠকে বসে ঠিক করবে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে নাকি প্লে অফ খেলাবে। মোহামেডান খেলতে অস্বীকৃতি জানানোর পর আদালতে যাবে বলে শোনা যাচ্ছে। ক্লাবটি ম্যাচের ভিডিও ফুটেজ এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) ও ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (আইএইচএফ)-এর কাছে পাঠাবে। এ ছাড়া কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এর কাছেও আবেদন করবে ম্যাচ নিয়ে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
হকি লিগের কী হবে!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর