এগিয়ে থেকেও খেলতে অস্বীকৃতি, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এমন নজির নেই। ১৯ এপ্রিল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সে কাজটি করেছে মোহামেডান। আবাহনীর বিপক্ষে ৪৩ মিনিট পর্যন্ত সাদাকালো শিবির এগিয়ে ছিল ৩-২ গোলে। এরপর হঠাৎই দুই দলের খেলোয়াড়রা হাতাহাতি, মারামারিতে লিপ্ত হন। ওমানের রেফারি ভিডিও রেফারেল দেখে আবাহনীর একজন ও মোহামেডানের দুজনকে লাল কার্ড এবং দুই দলের দুজনকে হলুদ কার্ড দেখান। দুজনকে লাল কার্ড দেখানোয় খেলতে অস্বীকার করে মোহামেডান। বাইলজ দেখে আবাহনীকে ৫-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। ৩৫ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মোহামেডানকে। ৩৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাগে শীর্ষে আবাহনী ও মেরিনার্স। হকি লিগের বাইলজ অনুযায়ী শিরোপা নির্ধারণে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে ‘প্লে অফ’ খেলতে হবে। এজন্য শুক্রবার রাতে দুই দলকে আজ রবিবার প্লে অফ খেলার জন্য চিঠি দেওয়া হয়। শুরুতে দুই দল রাজিও ছিল। কিন্তু গতকাল হকি ফেডারেশনকে আবাহনী ও মেরিনার্স চিঠি দিয়ে জানিয়েছে, এখন তারা প্লে অফ খেলতে পারবে না। আবাহনীর চারজন ও মেরিনার্সের দুজন খেলোয়াড় বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে ভারতের চ-ীগড়ে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে গেছেন। প্লে অফ কবে হবে, সে বিষয়ে গতকাল হকি ফেডারেশন জানিয়েছে আপাতত স্থগিত করা হয়েছে। ফেডারেশন জানায়, এক-দুই দিনের মধ্যে কার্যকরী কমিটি বৈঠকে বসে ঠিক করবে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে নাকি প্লে অফ খেলাবে। মোহামেডান খেলতে অস্বীকৃতি জানানোর পর আদালতে যাবে বলে শোনা যাচ্ছে। ক্লাবটি ম্যাচের ভিডিও ফুটেজ এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) ও ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (আইএইচএফ)-এর কাছে পাঠাবে। এ ছাড়া কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এর কাছেও আবেদন করবে ম্যাচ নিয়ে।
শিরোনাম
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
হকি লিগের কী হবে!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর