এগিয়ে থেকেও খেলতে অস্বীকৃতি, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এমন নজির নেই। ১৯ এপ্রিল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সে কাজটি করেছে মোহামেডান। আবাহনীর বিপক্ষে ৪৩ মিনিট পর্যন্ত সাদাকালো শিবির এগিয়ে ছিল ৩-২ গোলে। এরপর হঠাৎই দুই দলের খেলোয়াড়রা হাতাহাতি, মারামারিতে লিপ্ত হন। ওমানের রেফারি ভিডিও রেফারেল দেখে আবাহনীর একজন ও মোহামেডানের দুজনকে লাল কার্ড এবং দুই দলের দুজনকে হলুদ কার্ড দেখান। দুজনকে লাল কার্ড দেখানোয় খেলতে অস্বীকার করে মোহামেডান। বাইলজ দেখে আবাহনীকে ৫-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। ৩৫ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মোহামেডানকে। ৩৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাগে শীর্ষে আবাহনী ও মেরিনার্স। হকি লিগের বাইলজ অনুযায়ী শিরোপা নির্ধারণে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে ‘প্লে অফ’ খেলতে হবে। এজন্য শুক্রবার রাতে দুই দলকে আজ রবিবার প্লে অফ খেলার জন্য চিঠি দেওয়া হয়। শুরুতে দুই দল রাজিও ছিল। কিন্তু গতকাল হকি ফেডারেশনকে আবাহনী ও মেরিনার্স চিঠি দিয়ে জানিয়েছে, এখন তারা প্লে অফ খেলতে পারবে না। আবাহনীর চারজন ও মেরিনার্সের দুজন খেলোয়াড় বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে ভারতের চ-ীগড়ে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে গেছেন। প্লে অফ কবে হবে, সে বিষয়ে গতকাল হকি ফেডারেশন জানিয়েছে আপাতত স্থগিত করা হয়েছে। ফেডারেশন জানায়, এক-দুই দিনের মধ্যে কার্যকরী কমিটি বৈঠকে বসে ঠিক করবে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে নাকি প্লে অফ খেলাবে। মোহামেডান খেলতে অস্বীকৃতি জানানোর পর আদালতে যাবে বলে শোনা যাচ্ছে। ক্লাবটি ম্যাচের ভিডিও ফুটেজ এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) ও ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (আইএইচএফ)-এর কাছে পাঠাবে। এ ছাড়া কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এর কাছেও আবেদন করবে ম্যাচ নিয়ে।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী