এগিয়ে থেকেও খেলতে অস্বীকৃতি, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এমন নজির নেই। ১৯ এপ্রিল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সে কাজটি করেছে মোহামেডান। আবাহনীর বিপক্ষে ৪৩ মিনিট পর্যন্ত সাদাকালো শিবির এগিয়ে ছিল ৩-২ গোলে। এরপর হঠাৎই দুই দলের খেলোয়াড়রা হাতাহাতি, মারামারিতে লিপ্ত হন। ওমানের রেফারি ভিডিও রেফারেল দেখে আবাহনীর একজন ও মোহামেডানের দুজনকে লাল কার্ড এবং দুই দলের দুজনকে হলুদ কার্ড দেখান। দুজনকে লাল কার্ড দেখানোয় খেলতে অস্বীকার করে মোহামেডান। বাইলজ দেখে আবাহনীকে ৫-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। ৩৫ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মোহামেডানকে। ৩৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাগে শীর্ষে আবাহনী ও মেরিনার্স। হকি লিগের বাইলজ অনুযায়ী শিরোপা নির্ধারণে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে ‘প্লে অফ’ খেলতে হবে। এজন্য শুক্রবার রাতে দুই দলকে আজ রবিবার প্লে অফ খেলার জন্য চিঠি দেওয়া হয়। শুরুতে দুই দল রাজিও ছিল। কিন্তু গতকাল হকি ফেডারেশনকে আবাহনী ও মেরিনার্স চিঠি দিয়ে জানিয়েছে, এখন তারা প্লে অফ খেলতে পারবে না। আবাহনীর চারজন ও মেরিনার্সের দুজন খেলোয়াড় বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে ভারতের চ-ীগড়ে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে গেছেন। প্লে অফ কবে হবে, সে বিষয়ে গতকাল হকি ফেডারেশন জানিয়েছে আপাতত স্থগিত করা হয়েছে। ফেডারেশন জানায়, এক-দুই দিনের মধ্যে কার্যকরী কমিটি বৈঠকে বসে ঠিক করবে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে নাকি প্লে অফ খেলাবে। মোহামেডান খেলতে অস্বীকৃতি জানানোর পর আদালতে যাবে বলে শোনা যাচ্ছে। ক্লাবটি ম্যাচের ভিডিও ফুটেজ এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) ও ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (আইএইচএফ)-এর কাছে পাঠাবে। এ ছাড়া কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এর কাছেও আবেদন করবে ম্যাচ নিয়ে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল