এগিয়ে থেকেও খেলতে অস্বীকৃতি, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এমন নজির নেই। ১৯ এপ্রিল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সে কাজটি করেছে মোহামেডান। আবাহনীর বিপক্ষে ৪৩ মিনিট পর্যন্ত সাদাকালো শিবির এগিয়ে ছিল ৩-২ গোলে। এরপর হঠাৎই দুই দলের খেলোয়াড়রা হাতাহাতি, মারামারিতে লিপ্ত হন। ওমানের রেফারি ভিডিও রেফারেল দেখে আবাহনীর একজন ও মোহামেডানের দুজনকে লাল কার্ড এবং দুই দলের দুজনকে হলুদ কার্ড দেখান। দুজনকে লাল কার্ড দেখানোয় খেলতে অস্বীকার করে মোহামেডান। বাইলজ দেখে আবাহনীকে ৫-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। ৩৫ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মোহামেডানকে। ৩৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাগে শীর্ষে আবাহনী ও মেরিনার্স। হকি লিগের বাইলজ অনুযায়ী শিরোপা নির্ধারণে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে ‘প্লে অফ’ খেলতে হবে। এজন্য শুক্রবার রাতে দুই দলকে আজ রবিবার প্লে অফ খেলার জন্য চিঠি দেওয়া হয়। শুরুতে দুই দল রাজিও ছিল। কিন্তু গতকাল হকি ফেডারেশনকে আবাহনী ও মেরিনার্স চিঠি দিয়ে জানিয়েছে, এখন তারা প্লে অফ খেলতে পারবে না। আবাহনীর চারজন ও মেরিনার্সের দুজন খেলোয়াড় বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে ভারতের চ-ীগড়ে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে গেছেন। প্লে অফ কবে হবে, সে বিষয়ে গতকাল হকি ফেডারেশন জানিয়েছে আপাতত স্থগিত করা হয়েছে। ফেডারেশন জানায়, এক-দুই দিনের মধ্যে কার্যকরী কমিটি বৈঠকে বসে ঠিক করবে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে নাকি প্লে অফ খেলাবে। মোহামেডান খেলতে অস্বীকৃতি জানানোর পর আদালতে যাবে বলে শোনা যাচ্ছে। ক্লাবটি ম্যাচের ভিডিও ফুটেজ এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) ও ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (আইএইচএফ)-এর কাছে পাঠাবে। এ ছাড়া কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এর কাছেও আবেদন করবে ম্যাচ নিয়ে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ