ভারতের কাশ্মীরের মেয়ে জেসিয়া আক্তার। ঢাকা নারী প্রিমিয়ার ক্রিকেট লিগের পরিচিত মুখ তিনি, খেলেন মোহামেডানের পক্ষে। গতকাল বিকেএসপিতে শুরু হয়েছে ১০ দলের নারী প্রিমিয়ার ক্রিকেট লিগ। প্রথম দিনেই তিন অংকের জাদুকরী ইনিংস খেলেন ভারতীয় জাতীয় দলের সাবেক ওপেনার জেসিয়া। তার সেঞ্চুরিতে বর্তমান রানার্সআপ মোহামেডান ২৫৪ রানের আকাশসমান ব্যবধানে হারিয়েছে নবাগত জাবিদ আহসান ক্রিকেট একাডেমিকে। আরেক ম্যাচে বর্তমান লিগ চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ৮ উইকেটে আনসার-ভিডিপিকে এবং কলাবাগান ৬৫ রানে হারায় সিটি ক্লাবকে। বিকেএসপি-১ নম্বর মাঠে জেসিয়ার ৬৯ বলে ১৬ চার ও ৩ ছক্কায় সাজানো ১০২ রানের ইনিংসে ৩০৫ রান করে মোহামেডান। জবাবে ৫১ রানে গুটিয়ে যায় জাবিদ একাডেমি। বিকেএসপি-৩ নম্বর মাঠে আনসারের ৯ উইকেটে ২১১ রান রূপালী ব্যাংক টপকে যায় ২১ বল হাতে রেখে। লতা মণ্ডল ৮৫ বলে ৫৯ ও ফারজানা হক ১২৩ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। বিকেএসপি-৪ নম্বর মাঠে কলাবাগানের ১৮৯ রানের জবাবে ১২৩ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব।