বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আবাহনীর যুবারা শিরোপার পথে

ক্রীড়া ডেস্ক

আবাহনীর যুবারা শিরোপার পথে

পেশাদার অর্থাৎ বড়দের লিগে বসুন্ধরা কিংসকে এখন পর্যন্ত হারাতে পারেনি ঢাকা আবাহনী। তবে জুনিয়র ফুটবলে জয় পেয়ে শিরোপার পথে এগিয়ে যাচ্ছেন আবাহনীর যুবারা।  গতকাল উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে অনুষ্ঠিত অনূর্ধ-১৮ লিগে আবাহনী ২-১ গোলে কিংসকে পরাজিত করে। বিজয়ী দলের নোমান ও ইয়াসিন গোল করেন। কিংসের পক্ষে ব্যবধান কমান আবু সাঈদ। টানা পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী। মোহাম্মদপুর শারীরিক প্রশিক্ষণ মাঠে ফটিস এফসি ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারায়। মং সিং মারমা গোলটি করেন। বসুন্ধরা কিংস প্রশিক্ষণ মাঠে রহমতগঞ্জ সাদেকের গোলে মোহামেডানকে হারায়।

সর্বশেষ খবর