শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা
গ্যারি লিনেকার

ইতিহাস গড়বে ইংল্যান্ড

ইতিহাস গড়বে ইংল্যান্ড

ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার গ্যারি লিনেকার। তার মতে, এবারের ইউরো কাপে ইতিহাস গড়তে যাচ্ছে ইংল্যান্ড। কাল ইউরো কাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ ফাইনাল জিতলেই ইতিহাস গড়বে ইংল্যান্ড। প্রথমবারের মতো নিজেদের দেশের বাইরে বড় কোনো টুর্নামেন্ট জিতবে তারা। ১৯৬৬ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বিশ^কাপ জয় করে ইংল্যান্ড। গত ইউরো কাপের ফাইনালও খেলে এ মাঠে। এবার ভিন দেশে ফাইনাল খেলতে নামবে ইংলিশরা। গ্যারি লিনেকার বলেন, ‘ফাইনালটা কঠিন হবে। তবে এটা হবে ইতিহাস।   কোনো ইংলিশ দলই দেশের বাইরে বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর