প্রথম ব্যাটিংয়ে উভয় ইনিংসে হাফসেঞ্চুরি এবং পরে বোলিংয়ে ৫ উইকেট। বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের দ্বিতীয় চার দিনের ম্যাচের পারফরম্যান্স। নর্দার্ন টেরিটরির ডারউইন মারারা স্টেডিয়ামে দ্বিতীয় চার দিনের ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স করেন এইচপি অধিনায়ক। ব্যাটিংয়ের দুই ইনিংসে হাফসেঞ্চুরির ইনিংস খেলে টেনে নিয়ে যান দলকে। এরপর বল হাতে ম্যাচ জেতানোর পারফরম্যান্স করেন। অধিনায়ক জয়ের বোলিংয়ে ৫ রানের রোমাঞ্চকর জয় পায় এইচপি এবং দুই ম্যাচের সিরিজটি ড্র করে ১:১-এ। প্রথম চার দিনের ম্যাচটি ১৪৮ রানে হেরেছিল এইচপি। গতকাল চতুর্থ দিন জয় পেতে এইচপির দরকার ছিল ৬ উইকেট। শাহিনসের দরকার ছিল ১৬০ রান। যে সমীকরণ ছিল ম্যাচটির, তাতে হেলে ছিল জয় বাহিনীর দিকে। কিন্তু শাহিনসের মিডল ও লেট মিডল অর্ডার ব্যাটাররা দারুণ ব্যাটিং করেন। অবশ্য উদ্বোধনী জুটিতে ৯৬ রান তুলে ম্যাচের ভিত দিয়ে রেখেছিল। কিন্তু কাজে দেয়নি। ৯৬ রানে প্রথম উইকেটের পতনের ৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শাহিনস। ১৫৬ রানে ৫ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এইচপি। ষষ্ঠ উইকেট জুটিতে তায়াব তাহির ও ওমর ইউসুফ ৬৫ রান যোগ করে দলকে টেনে নিয়ে যেতে থাকেন। দলীয় ২২১ রানে তায়াবকে ফেরান জয়। এটাই ম্যাচে তার প্রথম শিকার। এরপর জয়ের শিকার শুরু হয়। ২৩০ রানে পুনরায় আঘাত করেন জয়। অষ্টম উইকেট জুটিতে ৫৭ রান যোগ করেন খুররম সাজ্জাদ ও মোহাম্মদ আলি। শেষ ১৫ বলে ৩ উইকেট তুলে নেন দুই স্পিনার মাহমুদুল জয় ও হাসান মুরাদ। বাঁ হাতি স্পিনার মুরাদের স্পেল ২৬.২-৫-৬২-২। ম্যাচসেরা মাহমুদুল জয় উইকেট নেন ৫টি। তার স্পেল ১৩-১-২১-৫। জয়ের এটাই প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম একমাত্র ৫ উইকেট। পাকিস্তান সফর করবে বাংলাদেশ। দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে ৬ আগস্ট পাকিস্তান যাবে ‘এ’ দল। অস্ট্রেলিয়া সফরে দুটি ওয়ানডে ও একটি টি-২০ টুর্নামেন্টে অংশ নেবে এইচপি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ এইচপি ইউনিট : প্রথম ইনিংস ২৫৮ ও দ্বিতীয় ইনিংস ২১৬
পাকিস্তান শাহিনস : প্রথম ইনিংস ১৭৯ ও দ্বিতীয় ইনিংস (টার্গেট, ২৯৬, আগের দিন ১৩৬/৪) (হাসিবউল্লাহ ৫১, তাহির ৪৩, ওমাইর ৪৫, আলি ২১, শাহজাদ ২৮, আকরাম ১, কাশিফ ১*; রিপন মন্ডল ২৩-৩-৭৪-০, মারুফ মৃধা ১২-১-৩৮-০, রেজাউর রহমান ১৯-২-৮৫-৩, হাসান মুরাদ ২৬.২-৫-৬২-২, মাহমুদুল জয় ১৩-১-২১-৫)।