দেশের বিরাজমান পরিস্থিতিতে স্থবির ক্রীড়াঙ্গন। কোনো খেলাই এখন মাঠে নেই। ঘরোয়া ফুটবল আসর কবে মাঠে গড়াবে তার নিশ্চয়তা নেই। ১৯ আগস্ট দলবদলের শেষ দিন। তবে ক্লাবগুলোর অনুরোধে সময় আরও বাড়ানো হতে পারে। এমনটিই বললেন বাফুফের সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। ‘আমরা দলবদলের সময় বাড়াতে ফিফার কাছে চিঠি পাঠাব।’ উল্লেখ্য, বর্তমানের বাফুফের কর্মকান্ড নিস্তেজ হয়ে পড়লেও ইমরুল হাসান তার দায়িত্ব চালিয়ে যাচ্ছেন ঠিকই। যাক ঘরোয়া ফুটবল নিয়ে অনিশ্চয়তা থাকলেও পেশাদার লিগে টানা পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস অনুশীলনে নামার প্রস্তুতি নিচ্ছে। ২২ আগস্ট চ্যালেঞ্জ লিগের ড্রয়ে গ্রুপিং সময় ও ভেন্যু নির্ধারণ হবে। সেদিনই ঠিক হয়ে যাবে গ্রুপ ও কিংসের প্রতিপক্ষের নাম।
তবে নতুন রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতা ও বিদেশি খেলোয়াড় কবে আসবেন তা নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। তাদের সঙ্গে যোগাযোগ রাখলেও দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরছেন। অবশ্য চলতি মাসেই তারা যে ঢাকা আসবেন এ ব্যাপারে আশাবাদী কিংস।