৫ আগস্ট জানা গিয়েছিল গ্রাহাম থর্প মারা গেছেন। তখন মনে করা হয়েছিল, ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটারের মৃত্যুর কারণ ছিল স্বাভাবিক। গতকাল তার পরিবার জানিয়েছেন, ইংল্যান্ড ব্যাটার থর্প আত্মহত্যা করেছেন। তার স্ত্রী অ্যামান্ডা বলেন, ‘একজন স্ত্রী এবং দুজন কন্যা, যারা তাকে ভালোবাসত এবং যাদের সে ভালোবাসত, তারা থাকার পরও ওর পরিস্থিতির উন্নতি হয়নি। সাম্প্রতিক সময়ে সে এতটা অসুস্থ ছিল যে, সে সত্যিই বিশ্বাস করত, সে না থাকলেই আমরা ভালো থাকব। আসলেই সে এমন করেছে এবং আত্মহত্যা করেছে। এতে আমরা বিধ্বস্ত হয়ে গেছি।’ ইংল্যান্ডের হয়ে মিডল অর্ডার ১০০ টেস্ট ও ৮২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
জানা যায়, গত কয়েক বছর বিষণ্ণতা ও মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। ক্যারিয়ার শেষে থর্প জড়িয়েছিলেন কোচিং ক্যারিয়ারের সঙ্গে। ইংল্যান্ডের সককারি কোচ ছিলেন। ২০২২ সালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে আফগানিস্তানের হেড কোচের দায়িত্ব নিতে পারেননি।