শিরোনাম
রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নতুন রূপে লিভারপুলের সালাহ

ক্রীড়া ডেস্ক

নতুন রূপে লিভারপুলের সালাহ

লিভারপুলের মিসরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ নতুন রূপে ফিরেছেন। কোঁকড়ানো চুল কেটে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে দারুণ খেলেছেন সালাহ। একটা গোল করেছেন। সতীর্থকে দিয়ে একটা গোল করিয়েছেনও। নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত খেলল লিভারপুল। গতকাল অলরেডরা ২-০ গোলে হারিয়েছে ইপসউইচকে। ম্যাচের ৬০ মিনিটে দিওগো জোটা গোল করেন সালাহর অ্যাসিস্টে। ৬৫ মিনিটে সালাহ নিজেই গোল করে দলের জয় নিশ্চিত করেন। নতুন কোচ আরনে স্লটের অধীনে লিগে এটা প্রথম জয় লিভারপুলের। জার্গেন ক্লপ ২০১৫ সাল থেকে দলটির দায়িত্বে ছিলেন। তার অধীনেই লিগ জয় করে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তারা শুক্রবার গভীর রাতে ১-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন জশুয়া জির্কজি। ইংলিশ প্রিমিয়ার লিগে গত চার বছর ধরে চ্যাম্পিয়ন হচ্ছে ম্যানচেস্টার সিটি। টানা পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে এবার লড়াই করছে পেপ গার্ডিওলার দল। তবে এবার লিভারপুল, ম্যানইউ, চেলসি, আর্সেনালও শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে।

 

সর্বশেষ খবর