ক্রিকেটে বরাবরই আলোচনায় থাকেন সাকিব আল হাসান। আর তা দুরন্ত পারফরম্যান্স, ক্যাপ্টেনসি বা বিতর্কিত কান্ড হোক। এবার তিনি শুধু দেশ নয়, ক্রিকেট বিশ্বে আলোচিত হয়েছেন হত্যার আসামি হয়ে। মামলার কারণে তাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিস পাঠানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। অনেকে ভেবেছিলেন পাকিস্তানে টেস্ট দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে। না, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের হয়ে খেলবেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার।
৩০ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ জিতলে বা ড্র করলেই সিরিজ জিতে নেবে। সাকিবও খেলবেন গুরুত্বপূর্ণ এ টেস্টে। বিসিবি তাকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এর ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, ‘সাকিব খেলা চালিয়ে যাবে। তার খেলতে কোনো সমস্যা নেই। সাকিবকে দেশে ফিরিয়ে আনার উকিল নোটিস এলেও আমরা সেখানে জানিয়ে দিয়েছি সাকিবের খেলার কথা।’
ফারুক বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। সবচেয়ে বড় কথা সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। অনেক ধাপও বাকি রয়েছে। যতক্ষণ পর্যন্ত ও (সাকিব) দোষী সাব্যস্ত না হচ্ছে খেলে যাবে। পাকিস্তান সফরের পর বাংলাদেশ খেলতে যাবে ভারতে। সেখানেও আমরা সাকিবকে চাই। বিসিবির কাছে এই মামলার আইনি সহায়তা পাবেন সাকিব। ও আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার।’পাকিস্তানে সিরিজ শেষ হওয়ার পর ৪ সেপ্টেম্বর দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট, তিনটি টি-২০ সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ। সাকিব দেশে না ফিরলেও ইংল্যান্ডে কাউন্টি খেলে ভারত যাবেন। বিসিবি তাকে অনাপত্তিপত্রও দিয়েছে।