দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভুটানে অবস্থান করছে। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। গত পরশু দিনই দেশ ছেড়েছে দল। গতকাল ভুটানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হাইকিং করেছেন জাতীয় দলের ফুটবলাররা। তারকা ফুটবলার রাকিব হোসেন বলেছেন, ভুটানের আবহাওয়া কিছুটা ঠান্ডা কিছুটা গরম। এই আবহাওয়ায় মানিয়ে নিতে চেষ্টা করছে বাংলাদেশ দল। এখনো পুরোপুরি অনুশীলন শুরু করেনি বাংলাদেশ। তবে আজ থেকেই পুরোদমে প্রস্তুতি শুরু করবেন বলে জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। প্রীতি ম্যাচ হলেও জিততে পারলে র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হতে পারে বাংলাদেশের। রাকিব হোসেনও র্যাঙ্কিংয়ের ওপর জোর দিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে অবস্থান করছে। দুই ধাপ ওপরে আছে ভুটান। সামনের দুটি ম্যাচ জিতলে কয়েক ধাপ ওপরে উঠতে পারে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। দক্ষিণ এশিয়ান দলগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে কেবল পাকিস্তান (১৯৭) ও শ্রীলঙ্কা (২০৫)।