আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আলাদা পরিচিতি দিয়েছে ক্রিকেট। নিয়মিত বিশ্বকাপ ক্রিকেট খেলছে। টেস্ট, ওয়ানডে ও টি-২০ ম্যাচে সাফল্য পাচ্ছে। অথচ মাঠের অভাবে ভুগতে হয় বিসিবিকে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী ও সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ছাড়া আর কোথাও আন্তর্জাতিক ম্যাচ হয় না। এক সময় নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হয়েছে নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়ামে। এসব মাঠে এখন আর কোনো ম্যাচ হয় না। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটও নিয়মিত হয় না। জমজমাট ঢাকা লিগের খেলার জন্য মাঠ ভাড়া করতে হয়। আওয়ামী সরকারের আমলের বোর্ড খেলাকে রাজনীতির গ্যাঁড়াকলে ফেলে মাঠ ভাড়া করে খেলিয়েছে। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নিয়েই পূর্বাচলে অর্থের অপচয়ের হাজার কোটি টাকার নৌকা স্টেডিয়ামের প্রজেক্ট বাতিল করেন। স্টেডিয়াম তৈরির চেয়ে বিসিবি এবার নজর দিচ্ছে খেলার মাঠ তৈরিতে। ইতোমধ্যে পূর্বাচলে যে সাড়ে ৩৭ একর জমি রয়েছে বিসিবির, সেখানে স্টেডিয়ামের জায়গায় দুটি মাঠ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া পুবেরগাঁও ক্রিকেট অ্যাকাডেমির দুটি মাঠে নিয়মিত খেলার চিন্তাভাবনা করছে। ফতুল্লা, বগুড়ার চান্দু ও খুলনা এবং রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামগুলোর সংস্কার করার কাজ শুরু করেছে বিসিবি। বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ক্রিকেটে সাফল্য পেতে হলে মাঠে খেলা থাকতে হবে। ক্রিকেটাররা যাতে নিয়মিত খেলতে পারেন, সেজন্য বিসিবি মাঠ তৈরি করতে চাচ্ছে বেশি করে। আমরা ফতুল্লা, চান্দু, খুলনা স্টেডিয়ামের সংস্কারের কাজ করব। এর মধ্যে ফতুল্লা স্টেডিয়ামে কাজ শুরু হয়ে গেছে। আমরা পুবেরগাঁও ক্রিকেট অ্যাকাডেমির দুটি মাঠও নিতে চাইছি। খেলার জন্য মাঠ পুনর্গঠনের দিকেই মনোনিবেশ করবে বিসিবি।’ শুধু রাজনৈতিক কারণে চান্দু স্টেডিয়াম থেকে খেলা সরিয়েছে আগের বোর্ড। ২০০৬ সালে এই মাঠে শ্রীলঙ্কাকে ওয়ানডেতে ৪ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। বগুড়ায় দেড় যুগ ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না। খুলনায় ২০১৫ সালে পাকিস্তানের সঙ্গে টেস্ট ড্র করেছিল তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটিতে রেকর্ড ৩১২ রানে ভর করে। ফতুল্লায় ২০১৩ সালে নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। ফতুল্লায় ২টি টেস্ট, ১০টি ওয়ানডে ও ৪টি টি-২০ ম্যাচ হয়েছে। চান্দু স্টেডিয়ামে একটি টেস্ট ও ৫টি ওয়ানডে এবং খুলনায় ৩ টেস্ট, ৪ ওয়ানডে ও ১০টি টি-২০ ম্যাচ হয়েছে। স্টেয়িামগুলোকে সংস্কার করলেও আপাতত আন্তর্জাতিক ক্রিকেট খেলানোর চিন্তা নেই। তবে অনূর্ধ্ব-১৯, এইচপি, ‘এ’ দল, প্রথম শ্রেণির ক্রিকেট খেলানোর পরিকল্পনা করেছে।
শিরোনাম
- দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা
- ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা, নিহত ১১
- বন্দুক ঠেকিয়ে এতিমখানার লুটের গরু ৯ দিনেও উদ্ধার হয়নি
- ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক : ব্যারিস্টার মীর হেলাল
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ দুই অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি
- গুলশান অলিম্পিয়াড ক্রিকেটে চ্যাম্পিয়ন জিওয়াইসি ডমিনেটরস
- ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক, যা বলছে হোয়াইট হাউস
- উত্তরবঙ্গে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
- বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
- একক নৈপুণ্যে মায়ামিকে সেমিফাইনালে তুললেন মেসি
- হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ২
- জাতীয় দলের ৯৯ ভাগ নারী ক্রিকেটার হয়েছেন কুপ্রস্তাবের শিকার : রেশমা
- জনমনে উদ্বেগ আলোচনা গুঞ্জন
- বিআরটি প্রকল্পের সেতুর নিচে যুবকের মরদেহ
- বিবিসি শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটারি
- অ্যাপলের গোপন চমক ফাঁস: ফোল্ডেবল আইফোনের অপেক্ষা শেষ!
- ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
খেলার মাঠ তৈরিতে অগ্রাধিকার
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
৫৮ মিনিট আগে | পাঁচফোড়ন
সংকটের মুহূর্তে জাতির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন জিয়াউর রহমান : ড. খোন্দকার বাবলু
১ ঘণ্টা আগে | রাজনীতি