সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন্সশিপে বাংলাদেশ শুরুতে হেরে গেছে। গতকাল ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ শুরু থেকেই অপরিকল্পিতি খেলে। কোনো পজিশনেই তারা আস্থার ছাপ রাখতে পারছিল না। এ সুযোগটা কাজে লাগায় প্রতিপক্ষ ভারত। শুরু থেকেই আক্রমণ করে বাংলাদেশের রক্ষণভাগ ভেঙে ফেলে। বিশেষ করে স্যামসন্স ও রেনিন সিং ভীতি ছড়াতে থাকে বক্সে। তবে গোলরক্ষক নাহিদুল ইসলাম দৃঢ়তার পরিচয় দেন। একের পর এক সুযোগ পেয়েও ভারত প্রথমার্ধে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে খেলতে থাকে বাংলাদেশ। ৫০ মিনিটে গোল করার দারুণ সুযোগও এসেছিল। মো. মানিকের শট ক্রসবারের একটু ওপর দিয়ে চলে গেলে গোলের দেখা পায়নি বাংলাদেশ।
৭৪ মিনিটে রেনিন সিংহের নিশ্চিত গোল রক্ষা করেন নাহিদুল। কিছুক্ষণ পরই ভারতের এক খেলোয়াড়ের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৯০ মিনিটের ম্যাচে কেউ গোলের দেখা পায়নি। ইনজুরির টাইমে কপাল পুড়ে বাংলাদেশের। সতীর্থের ফ্রি কিকে সুমিত শর্মার হেডে পরাস্ত হন নাহিদ। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।