জয়ে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুব দলের। যুবাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের যুবারা। চার ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারীদের ১৬৩ রানে গুটিয়ে ৩৪.১ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। সহজ এ জয়ে চার ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। রাজশাহীতে প্রথম দুই ম্যাচে খেলা হয়নি বৃষ্টির কারণে।
গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। কিন্তু বাংলা যুবাদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। দলের হয়ে অর্ধশতকের দেখা না পেলেও রায়ানের সর্বোচ্চ ৪৯, ইয়ায়িনের ২৬, মাধভের ২৬ ও ধিমানের ১২ রানে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান করে সফরকারীরা। ম্যাচ জয়ের নায়ক স্বাগতিক পেসার সাদ ইসলাম রাজিন। টপ অর্ডারের পর প্রতিপক্ষের লোয়ার অর্ডারও দুমড়েমুচড়ে দেন রাজিন। ৩২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি। মিডল অর্ডারে আঘাত হানেন রাফিউজ্জামান রাফি। এ বাঁহাতি স্পিনার ২৭ রানে নেন ৩ উইকেট। টার্গেট ১৬৪ রান। ওভারপ্রতি ৩.৩ রানের ছোট লক্ষ্যে দুটি অর্ধশতকের দেখা পান রিফাত বেগ ও আজিজুল হাকিম। ৯৫ বলে ৩টি করে চার ও ছক্কায় অপরাজিত ৭১ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন অধিনায়ক আজিজুল। অন্যদিকে ওপেনার রিফাত ৭৯ বলে ৮ চার ও এক ছক্কায় ৭১ রান করেন। ফলে ৯৫ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশের যুবারা।