প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ বেশ কোণঠাসা হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। তবে শঙ্কা অনেকটাই কাটিয়ে দিয়েছেন নাহিদ রানা। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ১৪৬ রানে অলআউট হয়েছে। বাংলাদেশ ১৮ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। ক্যারিবীয়দের ইনিংসে নাহিদ রানা একাই শিকার করেছেন ৫ উইকেট। ক্রেইগ ব্রেথওয়েইট, মিকাইল লুইস, কেভেম হজ, আলজারি যোসেফের পাশাপাশি কেমার রোচের উইকেটও শিকার করেন নাহিদ। পাশাপাশি বল হাতে ভালো করেছেন হাসান মাহমুদও। তিনি মাত্র ১৯ রানে ২ উইকেট শিকার করেন। কেসি কার্টি এবং জশুয়া সিলভাকে সাজঘরে ফেরত পাঠান হাসান। আরেক পেসার তাসকিন আহমেদ শিকার করেন এক উইকেট। স্পিনারদের মধ্যে একটি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।
নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ বাজে ব্যাটিং করেছে। সাদমান দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করলেও বাকিরা বড় স্কোর করতে পারেননি। মিরাজ করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান। ওয়েস্ট ইন্ডিজের বোলার জায়দান সিলস মাত্র ৫ রানে ৪ উইকেট শিকার করেন। তিনি ১৫.৫ ওভার বোলিং করে ০.৩১ গড়ে রান দিয়ে চার উইকেট শিকার করেন। ব্যাটিংয়ের ব্যর্থতা বোলিংয়ে অনেকটাই পুষিয়ে নিয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের কাউকেই বড় স্কোর করতে দেননি নাহিদ-হাসানরা। ক্যারিবীয়দের পক্ষে তাদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন কেসি কার্টি। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন ক্রেইগ ব্রেথওয়েইট। প্রথম ইনিংসে এগিয়ে থাকায় দারুণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা ভালো করতে পারলে সাবিনা পার্কে জয়ের আশা করতে পারে টাইগাররা। এখনো দুই দিন বাকি, এই টেস্টে ফল হওয়ার সম্ভাবনাই বেশি।