ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৫ উইকেটে ৩২২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৩১ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। নাসুম এলিককে ও হাসান শাই হোপকে ফেরান। অপরটি রান আউট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। এ সময় ৭.৪ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। গতকাল সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে মিরাজদের ব্যাটিং করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে নেমে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। পরে সৌম্য-মিরাজের ১২৭ বলে ১৩৬ রান ও মাহমুদুল্লাহ-জাকের আলির ১১৫ বলে ১৫০ রানের জুটিতে ৩২১ সংগ্রহ করে বাংলাদেশ। মাহমুদুল্লাহ-জাকেরের ষষ্ঠ উইকেটের এ জুটি ওয়ানডে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ২০১৮ সালে ষষ্ঠ উইকেটে ১২৮ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। গতকাল চারটি ফিফটি পায় টাইগাররা। সৌম্য সরকার ৭৩ বলে ৭৩, মিরাজ ৭৩ বলে ৭৭ এবং মাহমুদুল্লাহ ৬৩ বলে ৮৪ ও জাকের আলি ৫৭ বলে ৬২ রান করে অপরাজিত ছিলেন। ৭টি চার ও ৪টি ছক্কায় সিরিজে টানা তৃতীয় ফিফটির দেখা পেলেন মাহমুদুল্লাহ। আর সিরিজে এটি মিরাজের দ্বিতীয় ফিফটি। খেলেন ৮টি চার ও ২টি ছক্কার মার। ক্যারিবিয়ানদের আলজেরি জোসেফ সর্বোচ্চ ২টি উইকেট নেন ৪৩ রানে। মটি ও র্যাদারফোর্ড নেন একটি করে।
প্রথম দুটি ওয়ানেডে জিতে সিরিজি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। এরপর দুই দেশ টি-২০ সিরিজে লড়বে। টেস্ট সিরিজে ১-১ ম্যাচে ড্র হয়। প্রথমটি ওয়েস্ট ইন্ডিজ ও দ্বিতীয়টি বাংলাদেশ জয় পেয়েছি।