বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নদের জয়টা জরুরি ছিল। তা না হলে শীর্ষে থাকা মোহামেডান আরও সুবিধাজনক অবস্থানে চলে যাবে। তবে আবাহনী জয় পেলেও ড্র করে মূল্যবান দুই পয়েন্ট নষ্ট করেছে বসুন্ধরা কিংস। গতকাল বসুন্ধরা গ্রুপ পেশাদার লিগে বসুন্ধরা কিংস ১-১ গোলে ড্র করে ফর্টিস এফসির সঙ্গে। অন্যদিকে আবাহনী ১-০ গোলে জয় পেয়েছে রহমতগঞ্জের বিপক্ষে। এ জয়ে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল আবাহনী। সমান ম্যাচে কিংস ১৪ পয়েন্টে চতুর্থ স্থানে থাকল। মোহামেডান সব ম্যাচ জিতে ২৪ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে।
বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত হলেও কিংসের এটি ছিল অ্যাওয়ে ম্যাচ। এ মাঠেই ফেডারেশন কাপে ফর্টিস ২-০ গোলে হারিয়েছিল মিগেল ফিগেরাদের। তা ছাড়া লিগের আগের ম্যাচে ড্র করে রুখে দিয়েছিল আবাহনীকে। তাই বসুন্ধরা কিংস শুরু থেকেই সতর্ক হয়ে খেলছিল। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে জিততেই হবে। গোলের লক্ষ্যে আক্রমণের দিকেই ঝুঁকে ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ফর্টিস শুরু থেকেই মাথা গরম করে খেলতে থাকে। ১১ মিনিটে মিগেলের কর্নার থেকে দুরন্ত হেডে জালে বল পাঠান ডিফেন্ডার তপু বর্মণ। রক্ষণভাগের খেলোয়াড় হয়েও হেডে তপু গোল করতে যে পটু তা আবার প্রমাণ করলেন। এগিয়ে যাওয়ার পর কিংস ব্যবধান বাড়াতে আক্রমণে আরও মনোযোগী হয়ে ওঠে। কিংসের রক্ষণভাগের দুর্বলতায় সমতা ফেরাতে ফর্টিসের খেলোয়াড়রা ডি-বক্সে ঢুকে পড়লেও গোল করতে পারছিল না। তার পর আবার মাথা গরম করে খেলতে থাকায় ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে। ফর্টিসের ডিফেন্ডার ঈসাজালো বল ছাড়া কুনি দিয়ে আঘাত করেন মিগেলকে। ঠোঁট ফেটে তার রক্ত ঝড়তে থাকে। এমন অপরাধে লাল কার্র্ড প্রদর্শন করা উচিত ছিল। রেফারি তা এড়িয়ে যাওয়ায় দর্শকরা অবাক হন। দ্বিতীয়ার্থে বসুন্ধরা কিংস আক্রমণ বাড়ানোয় মনে হচ্ছিল ব্যবধান আরও বাড়বে। কিন্তু ৬৩ মিনিটে আবদুল্লাহ গোল করে ম্যাচের সমতা ফেরান। এই পয়েন্ট হারানোয় শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে তারা ১০ পয়েন্টে পিছিয়ে গেল। ২৪ জানুয়ারি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথম লেগের শেষ ম্যাচ খেলবে কিংস। বিদেশিবিহীন দল হওয়ায় অনেকে ভেবেছিলেন লিগে এবার আবাহনী সুবিধা করতে পারবে না। বাস্তবতা হচ্ছে, স্থানীয় খেলোয়াড়দের নিয়েই গতবারের চেয়ে আবাহনী ভালো খেলছে। গতকাল মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডর্স সোসাইটিকে পরাজিত করে শক্ত বাধা অতিক্রম করেছে। ৬৮ মিনিটে নীল-হলুদ শিবিরে স্বস্তি ফেরে। শাকিল গোল করে আবাহনীকে এগিয়ে রাখেন। ব্যবধান আরও বাড়তে পারত। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ইব্রাহিম। ২৫ জানুয়ারি ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রথম লেগে শেষ ম্যাচ খেলবে আবাহনী।