বিশ্বের সব দেশেই কমবেশি ফুটবল একাডেমি রয়েছে। সেটা না থাকলে হয়তো পেলে-ম্যারাডোনা কিংবা মেসি-রোনালদো বা এই নতুন প্রজন্মের ইয়ামালদের কেউ চিনত না। এসব আইকনদের বিশ্বব্যাপী আলো ছড়ানোর পেছনে ছিল সান্তোস-নাপোলি কিংবা বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের অবদান। একইভাবে সেই ক্লাবগুলোতে পরিপূর্ণভাবে তাদের তৈরি করে দিতে অবদান রেখেছে শত শত ফুটবল একাডেমি। সেই লক্ষ্যকে সামনে রেখে দেশেই তারকা ফুটবলারের জন্ম দিতে চায় ‘বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি’। দেশের ফুটবলের উন্নয়নের স্বার্থে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিতে চায় বসুন্ধরা কিংস। এরই মধ্যে ২০২৪ সালের ৫ অক্টোবর তাদের হাত ধরে যাত্রা শুরু করেছে ‘বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি’। ইউরোপের দেশগুলোর ক্লাব ফুটবলের মতো দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করতে ফুটবল একাডেমি শুরু করেছে দেশের সবচেয়ে বড় ক্রীড়ানুরাগী শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
দেশের সব ক্লাব এমন উদ্যোগ নিলে দেশেই হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবল তৈরি সম্ভব বলে বিশ্বাস করেন বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু। তিনি বলেন, ‘দেশের বাইরে সব ক্লাবের নিজস্ব একাডেমি রয়েছে। আমাদের ক্ষেত্রেই বিষয়টি ভিন্ন। আবাহনী-মোহামেডান কারও কোনো একাডেমি নেই। বসুন্ধরারও ছিল না। আমরা সম্প্রতি শুরু করেছি। অন্যরাও যদি শুরু করে তবে আর আমাদের বাইরে থেকে হামজা আনতে হবে না। ১০ বছর পর এখান থেকেই হামজা তৈরি হবে।’ ইউরোপিয়ান ক্লাব ফুটবলগুলোর একাডেমির আদলে বসুন্ধরা কিংসের একাডেমিতে চলছে প্রশিক্ষণ। ৬-১০ বছর, ১১-১৪ বছর এবং ১৫-১৮ বছর বয়সি ২৫২ জন ফুটবলার প্রশিক্ষণ নিচ্ছেন। যেখানে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা। বসুন্ধরা কিংস অ্যারেনায় একটা ন্যাচারাল মাঠ, একটা ট্রেনিং গ্রাউন্ড ও ৪টি সুন্দর টার্ফ আছে। এ ছাড়া আছে ট্রেনিংয়ের পর নাশতার পাশাপাশি ডক্টর-ফিজিওর ব্যবস্থাও।
আর তাদের প্রশিক্ষণ দিচ্ছেন দেশের দক্ষ কোচরা। সপ্তাহে পাঁচ দিন চলে প্রশিক্ষণ ক্যাম্প। প্রতি শুক্র এবং শনিবার সব বয়সি ফুটবলার প্রশিক্ষণ নেন। মাত্র তিন মাসেই এত সাড়া পেয়ে অভিভূত জুবায়ের নিপু বলেন, ‘বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসানের পরামর্শে এই একাডেমি শুরু করি। এরপর আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। এখানে আড়াইশ শিক্ষানবিশ সপ্তাহে তিন দিন ট্রেনিং নেন। বাকি দিনগুলোতে তারা বাসায় অনুশীলন করেন। শুক্র ও শনিবার সকাল থেকেই ট্রেনিং শুরু হয়। এ ছাড়া আরও তিন দিন ট্রেনিং হয়।’ তবে শিগগিরই পেশাদার ফুটবল একাডেমির দিকে যাবে বসুন্ধরা। আবাসিকভাবেই ফুটবলাররা ট্রেনিং নিতে পারবেন এখানে। নিপু বলেন, ‘এখন এখানে ভর্তি হওয়ার জন্য যে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভর্তি ফি ১০ হাজার টাকা। আর মাসিক ফি ৬ হাজার টাকা। এ ছাড়া বসুন্ধরা আবাসিকের বাসিন্দাদের জন্য এখানে ৫০ শতাংশ ছাড় রয়েছে।’