তিন দিনের বিরতির পর পুনরায় মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ১২ দলের বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের লিগ পর্ব শেষ হয় ১৩ এপ্রিল। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে শিরোপা লড়াইয়ে ফেরে মোহামেডান। প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্স শুরু হচ্ছে আজ। সুপার সিক্সে ছয় দল খেলছে। কিন্তু শিরোপা লড়াইয়ে মূল প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও মোহামেডান। সূচনা দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ লেজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপি-৩ নম্বর মাঠে আবাহনীর প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে লড়াই করবে গাজী ক্রিকেটার্স ও গুলশান ক্রিকেট ক্লাব। লিগ পর্ব শেষে আবাহনী ও মোহামেডানের পয়েন্ট ১১ ম্যাচে ৯ জয়ে ১৮। তবে রানরেটে আবাহনী এগিয়ে। বর্তমান চ্যাম্পিয়নদের রানরেট ১.৪৬৮। মোহামেডানের রানরেট ০.৭৭১। সুপার সিক্সে দলগুলো ম্যাচ খেলবে পাঁচটি করে। আবাহনী ও মোহামেডানকে চ্যাম্পিয়ন হতে হারের স্বাদ নেওয়া যাবে না। দুই দলের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে শিরোপা। মোহামেডান যদি এবার চ্যাম্পিয়ন হয়, তাহলে ২০০৯-১০ মৌসুমের পর শিরোপা উৎসব করবে প্রিমিয়ার লিগে। সুপার সিক্সে জাতীয় দলের ১৫ ক্রিকেটার খেলতে পারবেন না জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ব্যস্ত থাকায়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা এখন সিলেটে। ২০-২৪ এপ্রিল দুই দল প্রথম টেস্ট খেলবে। ২৮ এপ্রিল-২ মে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলবে। নাজমুলের অনুপস্থিতিতে আবাহনীকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোহামেডানকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম ইকবালের হার্টে রিং বসানোর পর দলটির অধিনায়ক হন তাওহিদ হৃদয়। আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে লিপ্ত হওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হন হৃদয়। তার জায়গায় এখন মোহামেডানকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ।
শিরোনাম
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা লড়াই শুরু
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর