সুপার লিগে টানা দুই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়েছে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নরা ৫০ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান। ওপেনার রনি তালুকদারের সেঞ্চুরিতে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। প্রিমিয়ার ক্রিকেটের চলতি লিগে তৃতীয় সেঞ্চুরি করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। এনামুলের সেঞ্চুরিতে গাজী ৭ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জকে। সুপার সিক্সের দ্বিতীয় রাউন্ড শেষে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পয়েন্ট ১৩ ম্যাচে ১১ জয়ে ২২। মোহামেডানের পয়েন্ট ১৩ ম্যাচে ২০, গাজী ক্রিকেটার্সের ১৮, গুলশান ক্রিকেট ক্লাবের ১৭, লেজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৫ ও অগ্রণীর পয়েন্ট ১৪। মিরপুর স্টেডিয়ামে প্রথম ব্যাটিংয়ে ৪৯.৫ ওভারে ২৭৮ রান করে আবাহনী। সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৭০ বলের ইনিংসটিতে ৮টি চার ও ৪টি ছক্কা ছিল। চলতি আসরে ১৩ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৬৫২ রান করেন পারভেজ ইমন। ২৭৯ রানের টার্গেটে ২২৮ রানে অলআউট হয় গুলশান। বিকেএসপি-৩ নম্বর মাঠে ৩৫ বল হাতে রেখে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। বৃষ্টি¯œাত ৪২ ওভারের কার্টেল ম্যাচে ৯ উইকেটে ২৪০ রান করে অগ্রণী। দলটির পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এবাদত ৩টি ও সাইফুদ্দিন নেন ৪ উইকেট। ২৪১ রানের টার্গেট মোহামেডান সহজেই টপকে যায়। রনি তালুকদার ও আনিসুল ইসলাম ইমন ১৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ম্যাচসেরা রনি ১০০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২২ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। বিকেএসপি-৪ নম্বর মাঠে গাজী ক্রিকেটার্স ৭ উইকেটে হারায় রূপগঞ্জকে। ৪৩ ওভারের কার্টেল ম্যাচে ৩৯.২ ওভারে ২২৩ রান করে রূপগঞ্জ। সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার তানজিদ হোসেন। ২২৪ রানের টার্গেটে সেঞ্চুরি করে দলকে জয় উপহার দেন অধিনায়ক এনামুল বিজয়। এনামুল ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ১০৫ বলে ১০ চার ও এক ছক্কায়। চলতি লিগে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ১৩ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৭৬৬ রান করেছেন এনামুল।
শিরোনাম
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক
- সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে নতুন ১২ নির্দেশনা
- জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে তরুণীদের বিক্ষোভ
- শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল
- ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা
- এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
- পাকিস্তান ইস্যুতে মোদিকে স্পষ্ট নির্দেশনা ট্রাম্পের
- কার্গো ভিলেজে আগুন : শুক্র-শনিও খোলা থাকবে ঢাকা কাস্টমস
শিরোপার আরও কাছে আবাহনী
তৃতীয় সেঞ্চুরি এনামুলের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

হামাস নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, দাবি ট্রাম্পের
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
২১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন