সুপার লিগে টানা দুই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়েছে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নরা ৫০ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান। ওপেনার রনি তালুকদারের সেঞ্চুরিতে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। প্রিমিয়ার ক্রিকেটের চলতি লিগে তৃতীয় সেঞ্চুরি করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। এনামুলের সেঞ্চুরিতে গাজী ৭ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জকে। সুপার সিক্সের দ্বিতীয় রাউন্ড শেষে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পয়েন্ট ১৩ ম্যাচে ১১ জয়ে ২২। মোহামেডানের পয়েন্ট ১৩ ম্যাচে ২০, গাজী ক্রিকেটার্সের ১৮, গুলশান ক্রিকেট ক্লাবের ১৭, লেজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৫ ও অগ্রণীর পয়েন্ট ১৪। মিরপুর স্টেডিয়ামে প্রথম ব্যাটিংয়ে ৪৯.৫ ওভারে ২৭৮ রান করে আবাহনী। সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৭০ বলের ইনিংসটিতে ৮টি চার ও ৪টি ছক্কা ছিল। চলতি আসরে ১৩ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৬৫২ রান করেন পারভেজ ইমন। ২৭৯ রানের টার্গেটে ২২৮ রানে অলআউট হয় গুলশান। বিকেএসপি-৩ নম্বর মাঠে ৩৫ বল হাতে রেখে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। বৃষ্টি¯œাত ৪২ ওভারের কার্টেল ম্যাচে ৯ উইকেটে ২৪০ রান করে অগ্রণী। দলটির পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এবাদত ৩টি ও সাইফুদ্দিন নেন ৪ উইকেট। ২৪১ রানের টার্গেট মোহামেডান সহজেই টপকে যায়। রনি তালুকদার ও আনিসুল ইসলাম ইমন ১৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ম্যাচসেরা রনি ১০০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২২ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। বিকেএসপি-৪ নম্বর মাঠে গাজী ক্রিকেটার্স ৭ উইকেটে হারায় রূপগঞ্জকে। ৪৩ ওভারের কার্টেল ম্যাচে ৩৯.২ ওভারে ২২৩ রান করে রূপগঞ্জ। সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার তানজিদ হোসেন। ২২৪ রানের টার্গেটে সেঞ্চুরি করে দলকে জয় উপহার দেন অধিনায়ক এনামুল বিজয়। এনামুল ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ১০৫ বলে ১০ চার ও এক ছক্কায়। চলতি লিগে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ১৩ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৭৬৬ রান করেছেন এনামুল।
শিরোনাম
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শিরোপার আরও কাছে আবাহনী
তৃতীয় সেঞ্চুরি এনামুলের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর