সুপার লিগে টানা দুই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়েছে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নরা ৫০ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান। ওপেনার রনি তালুকদারের সেঞ্চুরিতে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। প্রিমিয়ার ক্রিকেটের চলতি লিগে তৃতীয় সেঞ্চুরি করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। এনামুলের সেঞ্চুরিতে গাজী ৭ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জকে। সুপার সিক্সের দ্বিতীয় রাউন্ড শেষে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পয়েন্ট ১৩ ম্যাচে ১১ জয়ে ২২। মোহামেডানের পয়েন্ট ১৩ ম্যাচে ২০, গাজী ক্রিকেটার্সের ১৮, গুলশান ক্রিকেট ক্লাবের ১৭, লেজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৫ ও অগ্রণীর পয়েন্ট ১৪। মিরপুর স্টেডিয়ামে প্রথম ব্যাটিংয়ে ৪৯.৫ ওভারে ২৭৮ রান করে আবাহনী। সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৭০ বলের ইনিংসটিতে ৮টি চার ও ৪টি ছক্কা ছিল। চলতি আসরে ১৩ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৬৫২ রান করেন পারভেজ ইমন। ২৭৯ রানের টার্গেটে ২২৮ রানে অলআউট হয় গুলশান। বিকেএসপি-৩ নম্বর মাঠে ৩৫ বল হাতে রেখে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। বৃষ্টি¯œাত ৪২ ওভারের কার্টেল ম্যাচে ৯ উইকেটে ২৪০ রান করে অগ্রণী। দলটির পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এবাদত ৩টি ও সাইফুদ্দিন নেন ৪ উইকেট। ২৪১ রানের টার্গেট মোহামেডান সহজেই টপকে যায়। রনি তালুকদার ও আনিসুল ইসলাম ইমন ১৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ম্যাচসেরা রনি ১০০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২২ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। বিকেএসপি-৪ নম্বর মাঠে গাজী ক্রিকেটার্স ৭ উইকেটে হারায় রূপগঞ্জকে। ৪৩ ওভারের কার্টেল ম্যাচে ৩৯.২ ওভারে ২২৩ রান করে রূপগঞ্জ। সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার তানজিদ হোসেন। ২২৪ রানের টার্গেটে সেঞ্চুরি করে দলকে জয় উপহার দেন অধিনায়ক এনামুল বিজয়। এনামুল ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ১০৫ বলে ১০ চার ও এক ছক্কায়। চলতি লিগে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ১৩ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৭৬৬ রান করেছেন এনামুল।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
শিরোপার আরও কাছে আবাহনী
তৃতীয় সেঞ্চুরি এনামুলের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর