সুপার লিগে টানা দুই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়েছে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নরা ৫০ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরেছে মোহামেডান। ওপেনার রনি তালুকদারের সেঞ্চুরিতে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। প্রিমিয়ার ক্রিকেটের চলতি লিগে তৃতীয় সেঞ্চুরি করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। এনামুলের সেঞ্চুরিতে গাজী ৭ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জকে। সুপার সিক্সের দ্বিতীয় রাউন্ড শেষে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পয়েন্ট ১৩ ম্যাচে ১১ জয়ে ২২। মোহামেডানের পয়েন্ট ১৩ ম্যাচে ২০, গাজী ক্রিকেটার্সের ১৮, গুলশান ক্রিকেট ক্লাবের ১৭, লেজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৫ ও অগ্রণীর পয়েন্ট ১৪। মিরপুর স্টেডিয়ামে প্রথম ব্যাটিংয়ে ৪৯.৫ ওভারে ২৭৮ রান করে আবাহনী। সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৭০ বলের ইনিংসটিতে ৮টি চার ও ৪টি ছক্কা ছিল। চলতি আসরে ১৩ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৬৫২ রান করেন পারভেজ ইমন। ২৭৯ রানের টার্গেটে ২২৮ রানে অলআউট হয় গুলশান। বিকেএসপি-৩ নম্বর মাঠে ৩৫ বল হাতে রেখে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংককে। বৃষ্টি¯œাত ৪২ ওভারের কার্টেল ম্যাচে ৯ উইকেটে ২৪০ রান করে অগ্রণী। দলটির পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এবাদত ৩টি ও সাইফুদ্দিন নেন ৪ উইকেট। ২৪১ রানের টার্গেট মোহামেডান সহজেই টপকে যায়। রনি তালুকদার ও আনিসুল ইসলাম ইমন ১৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ম্যাচসেরা রনি ১০০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২২ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। বিকেএসপি-৪ নম্বর মাঠে গাজী ক্রিকেটার্স ৭ উইকেটে হারায় রূপগঞ্জকে। ৪৩ ওভারের কার্টেল ম্যাচে ৩৯.২ ওভারে ২২৩ রান করে রূপগঞ্জ। সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার তানজিদ হোসেন। ২২৪ রানের টার্গেটে সেঞ্চুরি করে দলকে জয় উপহার দেন অধিনায়ক এনামুল বিজয়। এনামুল ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ১০৫ বলে ১০ চার ও এক ছক্কায়। চলতি লিগে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ১৩ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৭৬৬ রান করেছেন এনামুল।
শিরোনাম
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
শিরোপার আরও কাছে আবাহনী
তৃতীয় সেঞ্চুরি এনামুলের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর