ভারত-পাকিস্তান যুদ্ধের আঁচ পড়েছে দেশ দুটির টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে। ভারতীয় ক্রিকেট বোর্ড এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আইপিএল। এদিকে রাওয়ালপিন্ডিতে পরশু রাতে ড্রোন হামলার পর টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় পিসিবি। প্রথমে তারা আরব আমিরাতে বাকি ম্যাচগুলো আয়োজনের কথা জানালেও পরে তা স্থগিত করে। পাকিস্তান-ভারত যুদ্ধ শুরুর পর টুর্নামেন্টে অংশ নেওয়া ৪০ বিদেশি ক্রিকেটার একজোট হয়ে নিরাপত্তার জন্য পাকিস্তান ছাড়ার আবেদন জানান দেশটির বোর্ড সভাপতি নাকভির কাছে। পিএসএলে খেলছেন বাংলাদেশের ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের পক্ষে খেলছেন রিশাদ ও নাহিদ খেলছেন পেশোয়ার জালমির পক্ষে। নিরাপত্তার বিবেচনায় দুজনকেই পাকিস্তান থেকে সরিয়ে আনতে যোগাযোগ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নাহিদ ও রিশাদ ছাড়াও টুর্নামেন্ট কাভার করতে যাওয়া দুই সাংবাদিকও পাকিস্তান ছেড়ে দুবাই গেছেন গতকাল রাত ১০টায়। চার্টার্ড বিমানে নাহিদ ও রানাসহ অন্যান্য বিদেশি ক্রিকেটার এবং দুই সাংবাদিক পাকিস্তান ছেড়েছেন। ক্রিকেটারদের পাকিস্তান ছাড়ার বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সেখানে শুধু আমাদের নয়, অনেক বিদেশি ক্রিকেটারও রয়েছেন। তাদের নিরাপদে পাকিস্তান থেকে দুবাই নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পিসিবি। ওখানে আমাদের দুজন ক্রীড়া সাংবাদিকও আছেন। তাদের সঙ্গে কথা বলেছি। তাদেরও যেন একসঙ্গে নিয়ে যাওয়া হয়, ক্রিকেট বোর্ড থেকে সেটিও বলেছি।’ জাতীয় দলের দুই ক্রিকেটারকে নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানিয়েছে বিসিবি।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা