ভারত-পাকিস্তান যুদ্ধের আঁচ পড়েছে দেশ দুটির টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে। ভারতীয় ক্রিকেট বোর্ড এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আইপিএল। এদিকে রাওয়ালপিন্ডিতে পরশু রাতে ড্রোন হামলার পর টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় পিসিবি। প্রথমে তারা আরব আমিরাতে বাকি ম্যাচগুলো আয়োজনের কথা জানালেও পরে তা স্থগিত করে। পাকিস্তান-ভারত যুদ্ধ শুরুর পর টুর্নামেন্টে অংশ নেওয়া ৪০ বিদেশি ক্রিকেটার একজোট হয়ে নিরাপত্তার জন্য পাকিস্তান ছাড়ার আবেদন জানান দেশটির বোর্ড সভাপতি নাকভির কাছে। পিএসএলে খেলছেন বাংলাদেশের ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের পক্ষে খেলছেন রিশাদ ও নাহিদ খেলছেন পেশোয়ার জালমির পক্ষে। নিরাপত্তার বিবেচনায় দুজনকেই পাকিস্তান থেকে সরিয়ে আনতে যোগাযোগ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নাহিদ ও রিশাদ ছাড়াও টুর্নামেন্ট কাভার করতে যাওয়া দুই সাংবাদিকও পাকিস্তান ছেড়ে দুবাই গেছেন গতকাল রাত ১০টায়। চার্টার্ড বিমানে নাহিদ ও রানাসহ অন্যান্য বিদেশি ক্রিকেটার এবং দুই সাংবাদিক পাকিস্তান ছেড়েছেন। ক্রিকেটারদের পাকিস্তান ছাড়ার বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সেখানে শুধু আমাদের নয়, অনেক বিদেশি ক্রিকেটারও রয়েছেন। তাদের নিরাপদে পাকিস্তান থেকে দুবাই নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পিসিবি। ওখানে আমাদের দুজন ক্রীড়া সাংবাদিকও আছেন। তাদের সঙ্গে কথা বলেছি। তাদেরও যেন একসঙ্গে নিয়ে যাওয়া হয়, ক্রিকেট বোর্ড থেকে সেটিও বলেছি।’ জাতীয় দলের দুই ক্রিকেটারকে নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানিয়েছে বিসিবি।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
রাতেই পাকিস্তান ছাড়লেন নাহিদ, রিশাদ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর