পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছেন লিটন দাসরা। গাদ্দাফি স্টেডিয়ামে ৩৭ রানে জয় পেয়েছে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান লিটনরা। আজ গাদ্দাফি স্টেডিয়ামেই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন টাইগাররা। অধিনায়ক লিটন দাস ৪৮ রানের ইনিংস খেললেও বাকিরা ছিলেন নিষ্প্রভ। বোলিংয়েও তেমন কোনো সফলতা ছিল না। ম্যাচের পর অধিনায়কের মুখে নিজেদের ব্যর্থতার কথাই শোনা গেল। লিটন বললেন, ‘ম্যাচজুড়েই আমরা ভালো বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং করতে পারিনি। এবার আমরা আরও বেশি শক্তিশালী হিসেবে ফিরতে চাই। আমাদের হাতে এখনো দুটি ম্যাচ বাকি।’ গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০১ রান করে। জবাবে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। লিটন বলছেন, ‘এ মাঠে ২০০ রান তাড়া করে জেতা সম্ভব। গ্রাউন্ডে গতি আছে। উইকেটও ভালো ব্যাটিংয়ের জন্য। তবে আমরা ব্যাটিং ভালো করতে পারিনি। বিশেষ করে মিডল অর্ডারে।’ অবশ্য জাকের আলির প্রশংসা করেছেন লিটন। পাকিস্তানের অধিনায়ক দারুণ জয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছেন। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। অন্যদিকে সিরিজে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই টাইগারদের। পাকিস্তান নিজেদের ইনিংসে শুরুটা বেশ বাজেভাবেই করেছিল। মাত্র ৫ রানেই হারিয়েছিল ২ উইকেট। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২০০-এর বেশি রান করে তারা। দলের এ মানসিকতাকেই প্রশংসা করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। তিনি বলেন, ‘আমরা এমনই এক দলগত পারফরম্যান্স আশা করি।’ বাংলাদেশ আজ দ্বিতীয় ও ১ জুন তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। গাদ্দাফি স্টেডিয়ামেই হবে বাকি ম্যাচ দুটি।
শিরোনাম
- গোপালগঞ্জের মরদেহগুলো প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা
- বিক্ষোভে উত্তাল ইবি ক্যাম্পাস
- সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে যুবক খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৩
- গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টা শিথিল
- শিরাজনিত শারীরিক সমস্যায় ভুগছেন ট্রাম্প
- হদিস নেই ৭০০ কারাবন্দির
- মেক্সিকো সীমান্তে নতুন দেয়ালের অনুমোদন, তোপের মুখে ট্রাম্প
- ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
- সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল
- এনসিপির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা ইসরাফিল
- কেন ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে?
- ‘ডেথ সেলে’ অমানবিক জীবন কাটাচ্ছেন ইমরান খান, দাবি পিটিআইয়ের
- ফিলিস্তিনিদের ভেড়াগুলোকেও হত্যা করছে ইসরায়েলিরা
- হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
লিটনদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
আজ দ্বিতীয় টি-২০
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর