মোহাম্মদ হারিসের দুরন্ত সেঞ্চুরিতে সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ। টাইগারদের ১৯৬ রানের তাড়ায় ৭ উইকেটের জয় পায় স্বাগতিকরা। ৩ উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় সালমান আগার দল। প্রথম দুই ম্যাচে ৩৭ ও ৫৭ রানে হেরে সিরিজ হাতছাড়ার পর গতকাল হোয়াইটওয়াশ এড়াতে নামেন লিটনরা। রাতে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে টসে হারেন লিটন দাস। এ নিয়ে টানা ছয় ম্যাচে টস হারলেন টাইগার অধিনায়ক। ম্যাচে চোটের কারণে শরিফুল ইসলামের জায়গায় ৯২তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে ৩২ বছর বয়সি পেসার সৈয়দ খালেদ আহমেদের। ২০০৬ সালে ৩৬ বছর বয়সে অভিষেক টি-২০ খেলেন মোহাম্মদ রফিক। ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লেতে ৫৩ রানের পর দশম ওভারে ভাঙে ১১০ রানের জুটি। ৩২ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪২ রানে সাজঘরে ফেরেন তামিম। ২৭ বলে হাফ সেঞ্চুরির পর দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন ইমন। ৩৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। অধিনায়ক লিটন ২২ ও হৃদয়ের ২৫ রানে ভর করে সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৯৬ রান। জবাবে পাকিস্তান ব্যাট করতে নামলে প্রথম ওভারেই শাহেবজাদা ফারহানকে ১ রানে ফেরান মিরাজ। পরে দলের হয়ে হারিস ৪৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। সাইম আইয়ুব ৪৫ ও হাসান নাওয়াজ ২৬ রান করেন। এদিকে গত বছর ডিসেম্বরে নাজমুল হোসেন শান্তর ইনজুরির সুযোগে লিটনের নেতৃত্বে সিরিজ জিতেছিল বাংলাদেশ। লিটন দ্বিতীয়বার অধিনায়ক হওয়ার পর দুটি সিরিজই হেরেছে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১-২ ব্যবধানে হারের পর এবার পাকিস্তানের কাছে ৩ ম্যাচের সিরিজ হেরেছে তার দল। অবশ্য পাকিস্তান এফটিপির বাইরে আগামী মাসে ৩ ম্যাচ টি-২০ খেলতে বাংলাদেশে আসবে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দুই দেশের বোর্ড। মিরপুর স্টেডিয়ামের ম্যাচগুলোর সম্ভাব্য তারিখ- ২০, ২২ ও ২৪ জুলাই।
শিরোনাম
- শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
- ঢামেক হাসপাতালে ভুয়া চিকিৎসকসহ দুইজন আটক
- আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী, জবানবন্দিতে সাবেক আইজিপি
- ‘কীসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন’, প্রশ্ন ওমর সানীর
- তাসকিনের বিরুদ্ধে জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ
- জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ
- ইসরায়েল মার্কা নির্বাচন চায় কারা
- যেসব এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পুঁজিবাজার: সূচকের বড় উত্থানে চলছে লেনদেন
- তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে
- লাগামহীন খুন সন্ত্রাস চাঁদাবাজি
- মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির জয়, ডি পলের অভিষেক
- ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার
- জামিন পেলেন সেই ফারাবী
- মিয়ানমারের ‘দুর্লভ খনিজে’ চোখ যুক্তরাষ্ট্রের
- ভূমিকম্পের পর এবার রাশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত
- অ্যাঙ্গোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সহিংস বিক্ষোভে নিহত ২২
- ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
- ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
- ধোঁকা দেয়ার চিন্তা মনে হয় না কোনো দলের আছে : সালাহউদ্দিন
তিন ম্যাচেই হারলেন লিটনরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর