মোহাম্মদ হারিসের দুরন্ত সেঞ্চুরিতে সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ। টাইগারদের ১৯৬ রানের তাড়ায় ৭ উইকেটের জয় পায় স্বাগতিকরা। ৩ উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় সালমান আগার দল। প্রথম দুই ম্যাচে ৩৭ ও ৫৭ রানে হেরে সিরিজ হাতছাড়ার পর গতকাল হোয়াইটওয়াশ এড়াতে নামেন লিটনরা। রাতে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে টসে হারেন লিটন দাস। এ নিয়ে টানা ছয় ম্যাচে টস হারলেন টাইগার অধিনায়ক। ম্যাচে চোটের কারণে শরিফুল ইসলামের জায়গায় ৯২তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে ৩২ বছর বয়সি পেসার সৈয়দ খালেদ আহমেদের। ২০০৬ সালে ৩৬ বছর বয়সে অভিষেক টি-২০ খেলেন মোহাম্মদ রফিক। ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লেতে ৫৩ রানের পর দশম ওভারে ভাঙে ১১০ রানের জুটি। ৩২ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪২ রানে সাজঘরে ফেরেন তামিম। ২৭ বলে হাফ সেঞ্চুরির পর দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন ইমন। ৩৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। অধিনায়ক লিটন ২২ ও হৃদয়ের ২৫ রানে ভর করে সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৯৬ রান। জবাবে পাকিস্তান ব্যাট করতে নামলে প্রথম ওভারেই শাহেবজাদা ফারহানকে ১ রানে ফেরান মিরাজ। পরে দলের হয়ে হারিস ৪৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। সাইম আইয়ুব ৪৫ ও হাসান নাওয়াজ ২৬ রান করেন। এদিকে গত বছর ডিসেম্বরে নাজমুল হোসেন শান্তর ইনজুরির সুযোগে লিটনের নেতৃত্বে সিরিজ জিতেছিল বাংলাদেশ। লিটন দ্বিতীয়বার অধিনায়ক হওয়ার পর দুটি সিরিজই হেরেছে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১-২ ব্যবধানে হারের পর এবার পাকিস্তানের কাছে ৩ ম্যাচের সিরিজ হেরেছে তার দল। অবশ্য পাকিস্তান এফটিপির বাইরে আগামী মাসে ৩ ম্যাচ টি-২০ খেলতে বাংলাদেশে আসবে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দুই দেশের বোর্ড। মিরপুর স্টেডিয়ামের ম্যাচগুলোর সম্ভাব্য তারিখ- ২০, ২২ ও ২৪ জুলাই।
শিরোনাম
- পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
- টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন মুস্তাফিজ
- উল্লাপাড়ায় আদর্শ গ্রামে অগ্নিকাণ্ডে ১০ ঘর ভস্মীভূত
- কক্সবাজারে বিক্ষোভ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু
- বিতর্কের মুখে শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল
- কুমিল্লা বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জবি ছাত্রদলের স্মারকলিপি
- রাজৈরে মাদ্রাসাছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন
- বাগেরহাটে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
- নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে : সেলিমা রহমান
- রাজধানীতে মা-মেয়েকে হত্যা : দুই আসামির মৃত্যুদণ্ড
- ২০২৬ সালের এসএসসি-এইচএসসি নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দেবেন যারা
- হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত
- বগুড়ায় আদালত চত্বরে যুবলীগ নেতাকে ডিম নিক্ষেপ
- দেশজুড়ে অভিযানে গ্রেফতার ১৭৮৩
- সাংহাইয়ে বাংলাদেশের বিনিয়োগ সেমিনারে অংশ নিচ্ছে ১০০টির বেশি চীনা কোম্পানি
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
- বিমান মন্ত্রণালয়ের প্রকল্প নির্ধারিত সময় ও বাজেটের মধ্যেই শেষ করার নির্দেশ