বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগে ২০১০ সালে জাতীয় ক্রিকেট লিগ টি-২০ আয়োজন করেছিল বিসিবি। এক যুগের বেশি সময় পর গত বছর থেকে আবার শুরু হয় টুর্নামেন্টটি। গত মৌসুমে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে সিলেটের গ্রাউন্ড টু-তেও অনুষ্ঠিত হয়েছে ম্যাচ। একই ভেন্যুর দুটি মাঠে একটানা খেলার ফলে শেষের দিকে বড় রান ওঠেনি। যার ফলে নতুন মৌসুমে ভেন্যু বাড়ানোর জন্য গ্রাউন্ডস কমিটির কাছে তিনটি ভেন্যু চেয়েছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। শেষ পর্যন্ত তিন ভেন্যুতেই (রাজশাহী, বগুড়া ও সিলেট) এনসিএল আয়োজনের নিশ্চয়তা দিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। এছাড়া গত মৌসুমের ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে ম্যাচ ফি। গতকাল তিনি বলেন, ‘ভেন্যু পাওয়া কঠিন ছিল। একই জায়গাতে দুটি মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করেই এ তিনটি ভেন্যু নিয়েছি।’ এ টুর্নামেন্টে তামিম ইকবালকে খেলতে দেখা যাবে বলেও জানান তিনি। প্রায় পাঁচ মাস আগে সাভারে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন তামিম। পরে লম্বা সময় ধরে চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে ছিলেন বাঁ হাতি এ ওপেনার। তবে খেলায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তামিমের পাশাপাশি এবার এনসিএলে খেলবেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।
মুশফিক ইতোমধ্যেই খেলার জন্য সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। মাহমুদুল্লাহ ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও আনুষ্ঠানিকভাবে নির্বাচকদের কিছু জানাননি।