ভারতের নতুন অধিনায়ক হয়ে শুভমান গিল ৫ ম্যাচ টেস্ট সিরিজ খেলেছেন ইংল্যান্ডের মাটিতে। অধিনায়ক হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন গিল। একটি ডাবল সেঞ্চুরিসহ ৪ সেঞ্চুরিতে ৭৫৪ রান করেন। সিরিজের জার্সিটি দাতব্য নিলামে তোলা হয়। বিক্রি হয় রেকর্ড দামে। ভারতীয় টাকায় বিক্রি হয় ৫ লাখ ৪১ হাজার রুপিতে। বাংলাদেশের টাকায় প্রায় সাড়ে ৭ লাখ টাকা। ১০-২৭ জুলাই পর্যন্ত অনলাইনে # জবফভড়ৎজঁঃয ঝঢ়বপরধষ ঞরসবফ অঁপঃরড়হ-এর প্রাপ্ত সব অর্থ পাবে রুথ স্ট্রস ফাউন্ডেশন।
যা ক্যানসারসহ টার্মিনাল অসুস্থতায় আক্রান্ত অভিভাবকের পরিবার ও শিশুদের মানসিক এবং মানবিক সহায়তা দান করে।