ক্যারিবিয়ায় জয়ের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে সহজ জয় পেয়েছেন মাইক হেসনের শিষ্যরা। শাহিন আফ্রিদি ও নাসিম শাহর দুরন্ত বোলিংয়ের পর অভিষিক্ত হাসান নাওয়াজ ও ছয় বছর পর ফেরা হুসাইন তালাতের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিলেন স্বাগতিকরা। ওপেনার এভিন লুইস এবং অধিনায়ক শাই হোপ দুজনই পেয়েছেন ফিফটির দেখা। ৩-এ নামা কেসি কার্টিও পেয়েছেন রানের দেখা। তবে মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডার থেকে পর্যাপ্ত রান পায়নি ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজের ৫৩ এবং গুদাকেশ মোতির ৩১ রানের ইনিংস দলীয় সংগ্রহ নিয়ে যায় ২৮০ পর্যন্ত। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৪ এবং নাসিম শাহ ৩ উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের হাফসেঞ্চুরি ও বাবর আজমের ৪৭ রানে বেশ উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। শেষ দিকে হাসান নাওয়াজের ৫৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ রানের ইনিংস নিশ্চিত করে সফরকারীদের জয়। নাওয়াজ ওয়ানডে অভিষেকে ম্যাচসেরা হওয়া ১১তম পাকিস্তানি ক্রিকেটার।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ৪৯ ওভারে ২৮০ (লুইস ৬০, কার্টি ৩০, হোপ ৫৫, চেইস ৫৩, মোটি ৩১*; আফ্রিদি ৮-০-৫১-৪, নাসিম ৮-০-৫৫-৩, সাইম ১০-১-৪৮-১)।
পাকিস্তান : ৪৮.৫ ওভারে ২৮৪/৫ (শাফিক ২৯, বাবর ৪৭, রিজওয়ান ৫৩, সালমান ২৩, হাসান নাওয়াজ ৬৩*, তালাত ৩৭*; শামার ৯.৫-১-৬৫-২, মোটি ১০-০-৪২-১)।
ফল : পাকিস্তান ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা : হাসান নাওয়াজ।