উত্তর আমেরিকা লিগ কাপের ম্যাচে মেক্সিকোর দল পুমাস ইউএনএএমকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। এদিন ইনজুরিতে থাকা লিওনেল মেসিকে ছাড়াই জ্বলে ওঠে তার দল। ম্যাচে নতুন দলের হয়ে প্রথম গোলের দেখা পান রদ্রিগো ডি পল। গতকাল ভোরে পুমাসের বিপক্ষে নিজেদের মাঠে ৩৪ মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। প্রথমার্ধেই দলকে সমতায় ফেরান ডি পল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি পলের বুদ্ধিদীপ্ত ফ্রি কিক থেকে চমৎকার ফিনিশিংয়ে বল জালে পাঠান সুয়ারেজ। তবে অফসাইডে বাতিল হয় গোল। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। ১০ মিনিট পর উরুগুয়ের তারকার দুর্দান্ত পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান তাদেও আইয়েন্দে।
আগের ম্যাচে নেকাক্সার বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। আপাতত অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে তিনি।