শত বছরের পুরোনো ক্রিকেট ম্যাগাজিন উইজডেন অলম্যানাক। ক্রিকেটের বাইবেল বলা হয় ম্যাগাজিনটিকে। ম্যাগাজিনটির পাতায় জায়গা করে নিতে ক্রিকেট দল, ক্রিকেটারদের সবাই মুখিয়ে থাকে। সম্পতি উইজডেন ম্যাগাজিনটি গত ১০০ বছরের সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে। সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি সিরিজ। ২০১৬ সালের বাংলাদেশ-ইংল্যান্ড এবং ২০২১ সালের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সিরিজটি অসাধারণ ক্রিকেট খেলে ড্র করেছিল বাংলাদেশ। করোনা-পরবর্তী ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ ভঙ্গুর দল নিয়ে এসেও সিরিজ জিতেছিল। তালিকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জায়গা নিয়েছে ৭ নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি ১৫ নম্বরে। সবার ওপরে জায়গা ২০২১-২২ সালের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল। তার পরও বিরাট কোহলির নেতৃত্বে ভারত ৪ টেস্ট ম্যাচ সিরিজটি জিতেছিল ২-১ ব্যবধানে। উইজডেনের পর্যালোচনায় যা শত বছরের টেস্ট সিরিজ ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর সিরিজ।
২০১৬ সালে চট্টগ্রামে ২২ রানে জিতেছিল ইংল্যান্ড। ম্যাচটিতে সাব্বির রহমান শেষ পর্যন্ত লড়াই করেছিলেন ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে। খেলা শেষে সাব্বিরকে সান্ত্বনা দিয়েছিলেন জো রুট। মিরপুরে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ জেতে ১০৮ রানের পর্বতসমান ব্যবধানে। সিরিজটি ছিল টাইগার ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের। মিরাজের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ইংলিশ ব্যাটাররা। মিরাজ দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছিলেন ৬টি করে ১২টি। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ এসেছিল ক্ষয়িঞ্চু শক্তির দল নিয়ে। সবাই ধারণা করেছিল, সহজেই সিরিজ জিতবে বাংলাদেশ। উল্টো ক্যারিবীয়রা জিতে নেয় ২-০ ব্যবধানে। ওই সিরিজে কাইলি মেয়ার্সের ২১০ রানের ইনিংসটি ছিল টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা।