সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বরে নারী বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় ৫০ ওভারের বিশ্বকাপে অংশ নেবে ৮ দল। বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে আসরে। প্রথমবার খেলেছিল ২০২২ সালে। দ্বিতীয়বার খেলবে এবার। প্রথমবার ৭ ম্যাচ খেলে হারিয়েছিল পাকিস্তানকে। গত আসরের মতো এবার নারী দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। গতকাল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আসরে নিগারদের প্রথম ম্যাচ ২ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার কলম্বোয়। বাংলাদেশ নারী দলের স্কোয়াডে চমক দুটি। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সি ব্যাটার সুমাইয়া আক্তার ও ১৭ বছর বয়সি স্পিনার নিশিতা আক্তার নিশি। দলে ফিরেছেন রুবাইয়া হায়দার ঝিলিক। ব্যাটার সুমাইয়া গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে খেলেছিলেন। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন নিশিতা। ৬ টি-২০ খেলা রুবাইয়া প্রথমবারের মতো ওয়ানতে স্কোয়াডে সুযোগ পেয়েছেন। এবারে নারী বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচগুলো হবে দ্বীপরাষ্ট্রে। যদি পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলে খেলা হবে শ্রীলঙ্কায়। না হলে সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে ভারতে। বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর। ফাইনাল ৩ নভেম্বর। বিশ্বকাপে এবারও ৭টি ম্যাচ খেলবেন নিগাররা। বাংলাদেশের প্রথম ম্যাচ কলম্বোতে ২ অক্টোবর পাকিস্তান, ৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ড, ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার ম্যাচ ৩টি বিশাখাপট্টমে, ২০ অক্টোবর কলম্বোয় শ্রীলঙ্কা এবং ২৬ অক্টোবর মুম্বাইয়ে ভারতের বিপক্ষে খেলবে নিগার বাহিনী।
বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যেতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মুস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।