আরলিং হলান্ড একের পর এক ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স করেই চলেছেন। মঙ্গলবার ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে একাই করলেন পাঁচ গোল। নরওয়ে ১১-১ গোলে পরাজিত করেছে মলদোভাকে। ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে নরওয়ে। ম্যাচের ৬ মিনিটে হলান্ডের পাস ধরে দলকে এগিয়ে নেন ফেলিক্স হর্ন মাইরা। পাঁচ মিনিট পর ডি-বক্সে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। জাতীয় দলের হয়ে এ নিয়ে টানা আট ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। ৩৬তম মিনিটে পাল্টা আক্রমণে আবারও বল জালে জড়ান তিনি। ৪৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হলান্ড। মার্টিন ওডেগোর প্রথমার্ধের যোগ করা গোলে নরওয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর আরও ছয়টি গোল করে নরওয়ে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫২ মিনিটে হেডে নিজের চতুর্থ এবং ৮৩তম মিনিটে আরেকবার বাঁ পায়ের শটে নিজের পঞ্চম গোলটি করেন হলান্ড। আন্তর্জাতিক ফুটবলে ৪৫ ম্যাচে হলান্ডের গোল হলো ৪৮টি।
ম্যাচপ্রতি তার গোল সংখ্যা এখন একের অধিক। ম্যাচপ্রতি একের অধিক গোল খুব বেশি ফুটবলারের নেই। ৫০-এর বেশি গোল করেছেন এমন ফুটবলারদের মধ্যে এ তালিকায় আছেন কেবল ভিভিয়ান, নিয়েলসেন, স্যান্ডর ও জার্ড মুলার।
মলদোভার বিপক্ষে ২৫ বছর বয়সি তারকা হলান্ডের শেষ গোলের আগেই গোল উৎসব শুরু হয়ে যায় থেলো আসগার্ডের। ৬৪তম মিনিটে বদলি নামার তিন মিনিটের মধ্যে জালে বল পাঠান তিনি। এরপর ৭৬ ও ৭৯তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন রেঞ্জার্সের এ মিডফিল্ডার। যোগ করা সময়ে তিনিই মলদোভার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আসগার্ড।
দুর্দান্ত এ জয়ে ১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো হলো নরওয়ের। এবারের বাছাইয়ে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে তারা। এই গ্রুপে দুইয়ে ইতালি। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১২ গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো সরাসরি পাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট। এদিকে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ফ্রান্স ২-১ গোলে আইসল্যান্ডকে এবং ইংল্যান্ড ৫-০ গোলে সার্বিয়াকে হারিয়েছে।