শুরু হয়ে গেছে টি-২০ এশিয়া কাপ। লিগ পর্বের তিনটি ম্যাচও শেষ। আসরের অন্যতম ফেবারিট পাকিস্তান আজ মাঠে নামছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সালমান আলি আগার পাকিস্তানের প্রতিপক্ষ আইসিসি সহযোগী দেশ ওমান। মরুদেশটি এর আগে টি-২০ বিশ্বকাপ খেলেছে। টি-২০ বিশ্বকাপের সহযোগী আয়োজকও ছিল। কিন্তু এবারই প্রথম এশিয়া কাপ খেলছে। আসরে প্রথমবার খেলতে নেমে মুখোমুখি হবে দুই বিশ্বচ্যাম্পিয়ন ও এশিয়া চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের বিপক্ষে। দল দুটি ওমানের গ্রুপে। যদিও ওমানের গ্রুপে রয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে পাকিস্তান ও ওমান।
গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক আমিরাত। ভারত মাত্র ২৭ বলে ম্যাচটি জিতে যায়। দুবারের এশিয়া কাপের সেরা দল পাকিস্তান আজ খেলতে নামছে। ওমানের অভিষেক হবে। মরু দলটির অধিকাংশ ক্রিকেটারই পাকিস্তান বংশোদ্ভূত। শিরোপা জয় দূরে থাক, সুপার ফোর খেলা যেখানে কঠিন সেখানে দলটি নিজেদের সামর্থ্য প্রমাণের চেষ্টা চালাচ্ছে। সেরাটা খেলাই টার্গেট দলের। দলটির ৩৬ বছরের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার জিতেন্দার সিং বলেন, ‘আমরা নিজেদের সেরাটা খেলতে চাইছি।’
সেরা ক্রিকেট খেলতে চাই।’ পাকিস্তানের অধিনায়ক সালমান আগার এটাই প্রথম এশিয়া নেতৃত্বে দেওয়া। গ্রুপে আমিরাত ও ওমানের মতো অপেক্ষাকৃত দুর্বল শক্তি থাকায় সুপার ফোর খেলাটা সহজ। শিরোপা জিততে দুবাই এসে পাকিস্তানের অধিনায়ক সালমান বলেন, ‘টি-২০ ক্রিকেট বলে কোনো দলকে হালকা মেজাজে নেওয়ার কারণ নেই। আমরা প্রতিটি ম্যাচকেই গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমাদের খেলোয়াড়রা ভালোই খেলছে। এশিয়া কাপের আগে আমরা একটি টি-২০ টুর্নামেন্ট খেলেছি। যা আমাদের সহায়তা করবে আসরে খেলতে।’ টি-২০ এশিয়া কাপ শুরুর আগে আমিরাত ও আফগানিস্তানকে নিয়ে একটি টি-২০ টুর্নামেন্ট খেলেছে পাকিস্তান।