বার্সেলোনার জার্সিতে কত নামিদামি ফুটবলারই না খেলেছেন। দলটাকে উপহার দিয়েছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এ টুর্নামেন্টে এক মেসিই করেছেন আটটি হ্যাটট্রিক। তবে স্প্যানিশ কোনো ফুটবলার শেষ কবে বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করেছেন? প্রশ্নটা নিয়ে এতদিন কেউ ভেবেই দেখেনি। ফারমিন লোপেজ পরশু রাতে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে হ্যাটট্রিক করে নতুন এই আলোচনাটা তুলে দিয়েছেন ফুটবলপ্রেমীদের মুখে (চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ম্যাচটা জয় করেছে ৬-১ গোলে)। রেকর্ড ঘেটে দেখা গেল, ৩৯ বছর আগে বার্সেলোনার জার্সিতে এক স্প্যানিশ ফুটবলার হ্যাটট্রিক করেছেন। সে সময় টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ। সেই স্প্যানিশ ফুটবলারের নাম পিচি আলোনসো। ১৯৮৫-৮৬ মৌসুমে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সুইডিশ ক্লাব গোটবোর্গের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বার্সেলোনা। তিনটি গোলই করেন পিচি আলোনসো। দীর্ঘ ৩৯ বছর পর বার্সেলোনার জার্সিতে ফারমিন লোপেজ চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করলেন। মঙ্গলবারের জয়ে বার্সেলোনা পয়েন্ট তালিকায় ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে। লিগ পর্বে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে পিএসজি। মঙ্গলবার ফরাসি এ ক্লাবটি ৭-২ গোলে হারিয়েছে জার্মান ক্লাব লেভারকুজেনকে। পূর্ণ ৯ পয়েন্ট করে সংগ্রহ করেছে ইন্টার মিলান ও আর্সেনালও। ইন্টার মিলান মঙ্গলবার ৪-০ গোলে হারিয়েছে ইউএসজিকে। আর্সেনালও একই ব্যবধানে জয় পেয়েছে মঙ্গলবার। তারা হারিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকোকে।
পেপ গার্ডিওলার দল ম্যানসিটি ২-০ গোলে হারিয়েছে আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে। ম্যানসিটি ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে।