জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার তৃতীয় দিনে সাঁতারে ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়। তিন দিনে মোট ১৫টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। গতকাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ২৭টি সোনা, ২০টি রৌপ্য, ১০টি ব্রোঞ্জ পদক জয় করে শীর্ষস্থান ধরে রেখেছে। বাংলাদেশ সেনাবাহিনী ৯টি এবং বিকেএসপি ৩টি সোনার পদক জয় করে। ওয়াটার পোলো প্রতিযোগিতায় সেনাবাহিনী এবং নৌবাহিনী ফাইনাল নিশ্চিত করেছে।
গতকাল ছেলেদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জয় করেন সেনাবাহিনীর তন্ময় মালী। তিনি ২৯.৫৯ সেকেন্ড টাইমিং করেন। এই ইভেন্টে আগের রেকর্ড ছিল ২৯.৯০ সেকেন্ড। ছেলেদের ১০০ মিটার ব্যাক স্ট্রোকে রেকর্ড গড়ে সেরা হয়েছেন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। তিনি ৫৭.৯৫ সেকেন্ড টাইমিং করেছেন। এই ইভেন্টে আগের রেকর্ডটি ছিল ৫৮.৪৫ সেকেন্ডের। মেয়েদের চার গুণিতক ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে রেকর্ড গড়েছে নৌবাহিনীর দল। এ্যানি, রুপা, যুথী ও টুম্পা ৯ মিনিট ৫০.০১ সেকেন্ড টাইমিং করেন।
গতকাল ছেলেদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে সোনার পদক জয় করেন সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ। মেয়েদের ৮০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জয় করেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। এ ছাড়াও মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেনাবাহিনীর মুক্তি খাতুন, ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদ, মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সেনাবাহিনীর রোমানা আক্তার, মেয়েদের ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর যুথী আক্তার, ছেলেদের চার গুণিতক ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নৌবাহিনী দল, ছেলেদের ৫ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ে নৌবাহিনীর ইমন হোসেন, মেয়েদের ৫ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ে বিকেএসপির নন্দিনী পাহান সোনার পদক জয় করেন।