লিয়েন্ডারদের মতোই অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ডাবলে তৃতীয় রাউন্ডে উঠলেন সানিয়া মির্জা-কারা ব্লাক জুটি। পাশাপাশি এই প্রতিযোগিতায় মিক্সড ডাবলসে তৃতীয় উঠলেন রোহন বোপান্না এবং হোরিয়া টেকু জুটি।
গতকাল শনিবার ওজি ওপেনের দ্বিতীয় রাউন্ডে মোনিকা-ক্লারাকে সরাসরি ৭-৫ এবং ৬-১ সেটে হারিয়ে দিয়েছেন সানিয়ারা। অন্যদিকে, মিক্সড ডাবলসে ভারতীয়-রোমানিয়ান জুটি রোহন-হোরিয়া ৪-৬, ৭-৬ (৩), ১০-৮ সেটে হারিয়ে দিয়েছেন 'চাইনিজ-সুইডিস' জুটি হো চান-রবার্ট লিনস্টেডকে। এছাড়া পুরুষ দ্বৈতে আইস্যাম কুয়েসেকে সঙ্গে নিয়ে জিতেছেন রোহন বোপান্না।