ভারতের প্রথম উইকেটরক্ষক হিসেবে ৩০০টি ক্যাচ ধরে রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিউজিল্যান্ড সিরিজের আগে ২৯৯টি ক্যাচ ধরেছিলেন তিনি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মহম্মদ শামির বলে রস টেলরের ক্যাচটি ধরেন ধোনি।
এই ক্যাচেই তিনশো ক্লাবের সদস্য হয়ে যান ভারত অধিনায়ক। এর আগে তিনজন উইকেটরক্ষক বিরল কৃতিত্ব গড়েছেন। তারা হলেন অস্ট্রেলিয়ার অ্যাডম গিলক্রিস্ট (৪৭২), শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারা (৪৪৩) এবং দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪২৫)। ধোনি ছাড়া সাঙ্গাকারাই একমাত্র ক্রিকেটার যিনি এখনও খেলার মধ্যে রয়েছেন।