অস্ট্রিয়ার ইভোনে মেউসবারগারকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করলেন অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা।
তৃতীয় রাউন্ডে রড লাভার অ্যারেনায় মেউসবারগারের বিপক্ষে জয় পেতে একেবারেই বেগ পেতে হয়নি আজারেঙ্কাকে। তিনি জয় পেয়েছেন ৬-১, ৬-০ গেমে। চতুর্থ রাউন্ডে আজারেঙ্কা খেলবেন ইউক্রেনের এলিনা সোভিটোলিনার বিপক্ষে।