টেনিসের নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামসকে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় করে দিয়ে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিলেন সার্বিয়ান আনা ইভানোভিচ।
প্রথম সেট হেরে গেলেও পরের দুই সেট জিতে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় করে দিয়েছেন তিনি।
আজ রবিবার মেলবোর্ন পার্কে চতুর্থ রাউন্ডে ১৪তম বাছাই ইভানোভিচ ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান শীর্ষ বাছাই উইলিয়ামসকে। মার্কিন তারকার বিপক্ষে এটাই ইভানোভিচের প্রথম সাফল্য। আগের চারটি ম্যাচে হেরেছিলেন তিনি।
উল্লেখ্য, ২৬ বছর বয়সী ইভানোভিচ এর ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। কিন্তু এর পর কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার-ফাইনালে তিনি উঠতে পেরেছিলেন একবারই-২০১২ সালের ইউএস ওপেনে।