পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিল অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজে হোয়াইট ওয়াশের কবলে পড়া ইংলিশরা ওয়ানডে সিরিজেও এগিয়ে চলছে আরেকটি হোয়াইট ওয়াশের লজ্জার দিকেই! গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া ৭ উইকেটে পরাজিত করেছে ইংল্যান্ডকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংলিশরা নির্ধারিত ৫০ ওভারে ২৪৩ রান করে ৯ উইকেট হারিয়ে। জবাবে মাত্র ৪০ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। টস জয় করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক।
তবে সিডনির উইকেট একরকম রসিকতাই করল ইংলিশদের সঙ্গে। নিল, ফকনার, ক্রিস্টিয়ান এবং দোহার্তিদের দুর্দান্ত বোলিংয়ে ২৪৩ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন মরগান। এছাড়া ব্রেসনান ৪১, কুক ৩৫, ইয়ান বেল ২৯, গ্যারি ব্যালেন্স ২৬ ও বোপারা ২১ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে নিল ৩ উইকেট শিকার করেন। এছাড়া ক্রিস্টিয়ান ও ফকনার দুটি করে এবং দোহার্তি এক উইকেট শিকার করেন। ২৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪০ ওভারেই জয় তুলে নেয় অসিরা। সর্বোচ্চ রান করেন ওয়ার্নার (৭১) ও মার্শ (৭১)।